Advertisement
Advertisement
Mamata Banerjee

বড় জয় মমতার, সুপ্রিম কোর্টে ধোপে টিকল না অবমাননার মামলা

'আত্মদীপ' নামে একটি সংগঠন এই মামলা করেছিল।

Defamation case against Mamata Banerjee quashed at Supreme Court
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 16, 2025 3:41 pm
  • Updated:October 16, 2025 3:47 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বড় জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে অবমাননার মামলাকে গুরুত্বই দিলেন না অ্যাটর্নি জেনারেল। পরবর্তীতে মামলাকারী সংগঠন মামলা প্রত্যাহারের আবেদন করলে তাতে অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisement

ঘটনার সূত্রপাত বেশ কয়েকমাস আগে। সুপ্রিম নির্দেশে ২৬ হাজির চাকরি বাতিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যে দানা বাঁধে বিতর্ক। ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন মানহানির মামলা দায়ের করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বেশ কয়েকমাস আগে শুনানিতে মামলাকারীর আইনজীবী জানান, অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। তাই মামলা সেই সময় কিছুদিনের জন্য মুলতুবি রাখার আর্জি জানিয়েছিলেন তিনি। যার জেরে প্রধান বিচারপতির ধমকের মুখেও পড়েন মামলাকারীর আইনজীবী।

কিন্তু মিলল না অ্যাটর্নি জেনারেলের অনুমতি। বৃহস্পতিবার জানা যায়, মামলাকারীদের আবেদনে অনুমতি দেননি কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। এরপরই মামলাকারী সংগঠন আবেদন প্রত্যাহারের আর্জি জানান সু্প্রিম কোর্টে। তাতে সম্মতি দিয়েছে আদালত। প্রসঙ্গত, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে চলতি বছরের ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যদিও ফের পরীক্ষা নিয়ে ‘যোগ্য’ চাকরিহারাদের চাকরি ফেরানোর প্রক্রিয়া চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ