Advertisement
Advertisement
Donald Trump

ফের ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি ট্রাম্পের, ‘এই নিয়ে ১৮ বার’, মোদিকে খোঁচা কংগ্রেসের

বাণিজ্যচুক্তির কথা বলেই ভারত-পাক সংঘাত থামিয়েছি, দাবি করলেন ট্রাম্প।

Donald Trump repeats mediation claim and taunts PM Modi again
Published by: Kishore Ghosh
  • Posted:June 26, 2025 11:13 am
  • Updated:June 26, 2025 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত পাঁচবার নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন, ইতিমধ্যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভবত এই দাবিকে জোরাল করতেই ভারত ও পাকিস্তানের সংঘাত থামানোর কৃতিত্ব থেকে কিছুতেই সরতে রাজি নন তিনি। যদিও এদিন ‘বহু যুদ্ধ’ থামানোর কথা বলেছেন ট্রম্প। তবে নিজেই জানিয়েছেন, এর মধ্যে ‘খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হল ভারত-পাক সংঘর্ষ থামানো। পাশাপাশি ফের ‘বন্ধু’ সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢালাও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও ভারত-পাক সংঘর্ষবিরতির মধ্যস্থতার দাবি করায় সরব কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। কংগ্রেসের বক্তব্য, এই নিয়ে ১৮ বার এই দাবি করলেন ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদি ভারতের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন বলেও তোপ দেগেছে তারা।

ইজরায়েল-ইরান যুদ্ধের সংঘর্ষবিরতি ঘোষণা করেই নেদারল্যান্ডের দ্য হেগ শহরে ‘ন্যাটো’র বৈঠকে যোগ দেন ট্রাম্প। সেখানেই ফের বাণিজ্যের শর্ত দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক সম্মেলনে বিশ্বজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তখনই বলেন, “খুব সম্ভবত এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভারত আর পাকিস্তান (সংঘাত)। আমি একাধিক ফোন করে এটা থামিয়েছি। বলেছি, যদি তোমরা একে অপরের সঙ্গে লড়তে থাকো, আমরা তোমাদের সঙ্গে কোনও বাণিজ্যচুক্তি করব না।”

এখানেই না থেমে আবারও উভয়পক্ষের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘গত সপ্তাহেই আমি পাকিস্তানের সেনপ্রধানের সঙ্গে দেখা করেছি। জেনারেল (আসিম মুনির) খুবই ভালো লোক।” যোগ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো আমার দারুণ বন্ধু, ভদ্র মানুষও। তাই তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। তারা বলল (ভারত-পাকিস্তান) বাণিজ্যচুক্তি চায়। আমরা পরমাণু যুদ্ধ বন্ধ করছি।”

ভারত-পাক সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘর্ষবিরতি নিয়ে আলোচনাও হয়েছে ইসলামাবাদের অনুরোধেই, তৃতীয়পক্ষের অস্তিত্ব ভারত মেনে নেবে না। এরপরেও ফের সংঘর্ষবিতির কৃতিত্ব দাবি করায় অস্বস্তিতে পড়ল মোদি এবং কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের একাংশ বলছে, নোবেল না পাওয়া পর্যন্ত সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করা থেকে সরবেন না মার্কিন প্রেসিডেন্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement