সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের (Kerala) উপকূলে ভারতীয় জলসীমায় এক নৌকা থেকে উদ্ধার হল ১২ হাজার কোটি টাকার মাদক। ভারতীয় নৌসেনা ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবির যৌথ অভিযানেই মিলল সাফল্য। পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক পাক নাগরিককে। ওই নৌকা থেকে মোট ২ হাজার ৫০০ কেজির মেথামফেটামাইন (প্রচলিত মেথ নামেই) উদ্ধার হয়েছে।
মাদক (Drug) উদ্ধারের পর এক সাংবাদিক সম্মেলনে এনসিবি কর্তা সঞ্জয়কুমার সিং জানিয়েছেন, আফগানিস্তান থেকে মাদক ভারতীয় ভূখণ্ডে পাচারের চেষ্টা চলছে। আর তা রুখতে শুরু হয়েছে ‘অপারেশন সমুদ্রগুপ্ত’। কোনও ভাবেই যাতে আফগানিস্তান থেকে মাদক ভারতে পাচার না করা হয় তা নিশ্চিত করতে জলপথে নিয়মিত টহল দেওয়া হয়। সেই অভিযানেরই অংশ শনিবারের এই সাফল্য।
গত দেড় বছরে এই নিয়ে তিনটি বড় পাচার রুখে দিল এনসিবি। এর আগে ৫০০ কেজি হেরোইন ও ৫২৯ কেজি গাঁজা আটক করা হয়েছিল। সবশুদ্ধ ৩ হাজার ২০০ কেজি মেথামফেটামাইনও আটক করা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.