ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও, ভারতে (India) পেট্রল-ডিজেলের দাম আকাশছোঁয়া। প্রায় প্রত্যেকদিনই দাম বাড়ছে। নাভিশ্বাস উঠে গিয়েছে সাধারণ মানুষের তবে সম্প্রতি ১৭/১৮ পয়সা দাম কমেছে পেট্রল-ডিজেলের। আর এই নিয়েই এবার মোদি সরকারকে তীব্র কটাক্ষ ওয়ানাড়ের সাংসদ তথা কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর কথায়, পাঁচ রাজ্যে ভোটের কারণেই পেট্রল-ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রের উদ্দেশ্য রাহুলের প্রশ্ন, এই টাকা বাঁচিয়ে আপনারা কী করবেন?
পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং অসমে এক দফা নির্বাচন সম্পন্নও হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ১৭-২০ পয়সা দাম কমিয়েছে কেন্দ্র। সেই নিয়েই রাহুলের টুইট, “নির্বাচনের কারণে, কেন্দ্র সরকার এখন পেট্রল-ডিজেলের দাম প্রতি লিটার ১৭/১৮ পয়সা করে কমাচ্ছে। এই টাকা বাঁচিয়ে আপনারা আর কী করবেন?” তাঁর এই টুইটে নেটিজেনদের অনেকেই সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। তবে কেউ কেউ আবার পালটা কটাক্ষও করেছেন রাহুলকে।
चुनाव के कारण केंद्र सरकार ने पेट्रोल-डीज़ल 17/18 पैसे प्रति लीटर सस्ता किया है।
बचत की इस धनराशि से आप क्या-क्या करेंगे?
— Rahul Gandhi (@RahulGandhi)
এর আগে দেশজুড়ে সাধারণ মানুষের আর্থিক অবস্থা আরও খারাপ হওয়ার জন্য এবং বেকারত্বের সংখ্যা বাড়ার জন্য কেন্দ্রের অর্থনীতিকেই দায়ী করেছিলেন। এদিকে, এদিনই তামিলনাড়ুতে প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই ছবিও টুইট করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।
This is more than an election- it’s the fight to save Tamil culture, history and interests.
Thank you, Tamil Nadu for your encouragement & support.
— Rahul Gandhi (@RahulGandhi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.