Advertisement
Advertisement

Breaking News

Dirty toilets

জাতীয় সড়কে নোংরা শৌচাগার! খবর দিলে হাজার টাকার পুরস্কার পাবেন পথচারী

কীভাবে মিলবে এই পুরস্কার?

Earn Rs 1,000 FASTag recharge by reporting dirty toilets on highways
Published by: Amit Kumar Das
  • Posted:October 15, 2025 3:42 pm
  • Updated:October 15, 2025 3:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কে নোংরা, ব‌্যবহারের অযোগ‌্য শৌচালয় দেখলেই সাবধান! এবার থেকে এমন কিছু দেখলেই জানান দ্রুত পেতে পারেন ১,০০০ টাকার পুরস্কার।

Advertisement

যাত্রাকালে দেশের যে কোনও প্রান্তের কোনও জাতীয় সড়কে, নোংরা-অপরিচ্ছন্ন শৌচাগার দেখতে পেলে এবং সঠিক জায়গায় তা জানাতে পারলে, ব্যবহারকারীরা তাঁদের FASTag অ্যাকাউন্টে সরাসরি ১,০০০ টাকা পুরস্কার পেতে পারেন। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ন‌্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। শৌচাগারের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ব‌্যবহারকারীদের স্বাস্থ‌্যরক্ষার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চালু রয়েছে দেশের সমস্ত জাতীয় সড়কে, ৩১ অক্টোবর পর্যন্ত।

তা কীভাবে অংশ নেওয়া যাবে এনএইচএআই-এর এই উদ্যোগ? এর জন‌্য প্রথমে ‘রাজমার্গযাত্রা’ অ‌্যাপের লেটেস্ট ভার্সান ডাউনলোড করতে হবে। তারপর এনএইচএআই-এর আওতাধীন টোল প্লাজাটির নোংরা শৌচাগারের স্পষ্ট, জিও-ট্যাগযুক্ত এবং টাইম-স্ট্যাম্পযুক্ত ছবি তুলে পাঠাতে হবে। অ‌্যাপের ইউজারকে এর পর নিজের নাম, লোকেশন, ভেহিকল রেজিস্ট্রেশন নম্বর (ভিআরএন) এবং মোবাইল নম্বর জমা দিতে হবে।

জানা গিয়েছে, প্রতিটি ভিআরএন, যেখান থেকে নোংরা শৌচাগারের ছবি এবং তথ‌্য জানা যাচ্ছে, তাদের ১,০০০ টাকা FASTag রিচার্জ করে দেওয়া হবে। এই টাকা নগদে মিলবে না। এ ছাড়াও অবশ‌্য আরও কিছু নিয়ম ধার্য করা হয়েছে পুরস্কার পাওয়ার জন‌্য। যেমন, এই উদ্যোগ শুধুমাত্র এনএইচএআই-দ্বারা নির্মিত, পরিচালিত বা রক্ষণাবেক্ষণ করা শৌচাগারের ক্ষেত্রে প্রযোজ্য। জ্বালানি স্টেশন, ধাবা, বা অন্যান্য শৌচাগারের আওতায় পড়বে না। এছাড়া প্রতিটি ভিআরএন সমগ্র স্কিমের সময়কালে শুধুমাত্র একটি পুরস্কারের জন‌্যই যোগ্য। একটি শৌচাগারের জন্য দিনে একজনই পুরস্কার জিততে পারবেন। এবং যদি একাধিক ব্যবহারকারী একই দিনে একই শৌচাগার প্রসঙ্গে রিপোর্ট করেন, তাহলে শুধুমাত্র প্রথম বৈধ ছবিটি বিবেচিত হবে। এর পাশাপাশি ছবিগুলিকে অবশ্যই আসল হতে হবে। ছবি নির্বাচন প্রক্রিয়ায় প্রথমে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা যাচাই করা হবে, তারপর ‘ম‌্যানুয়াল ভ‌্যালিডেশন’ হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ