Advertisement
Advertisement

Breaking News

Election Commission

জানা যাবে ‘রিয়েল টাইম’ ভোটদানের হার! নতুন পদ্ধতি চালু জাতীয় নির্বাচন কমিশনের

কী সেই পদ্ধতি?

Election Commission introduced new system for timely updates on voter turnout

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 4, 2025 1:34 pm
  • Updated:June 4, 2025 1:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকায় ভুয়ো ভোটার নিয়ে বিতর্কের অন্ত নেই। নির্বাচনের আগে পরে অনেক অভিযোগ উঠেছে। যার মধ্যে বিতর্ক ঘনায় ভোটদানের হার নিয়েও। এবার সেই সমস্যার সমাধানে পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। এবার থেকে নির্বাচন চলাকালীন জানা যাবে ‘রিয়েল টাইম’ ভোটদানের হার। পুরো কাজটি হবে একটি অ্যাপের সাহায্যে। যার নিয়ন্ত্রণ থাকবে প্রিসাইডিং অফিসারের হাতে। ঠিক কী সেই পদ্ধতি?

Advertisement

নির্বাচন কমিশন জানিয়েছে, পদ্ধতিটিকে ভোটার টার্নআউট রেশিও বা ভিটিআর বলা হচ্ছে। ECINET অ্যাপের সাহায্যে প্রতিটি ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ভোটের দিন প্রতি দু’ঘণ্টা অন্তর ভোটদানের তথ্য আপলোড করবে। নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই নতুন প্রক্রিয়ায় প্রতিটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর নতুন ECINET অ্যাপে সরাসরি ভোটদানের হার তুলে ধরবেন। যাতে ভোটদানের হার আপডেট করার সময়সীমা কমানো যাবে।’ তবে এই নতুন পদ্ধতি চালু করার কথা বললেও পুরনো পদ্ধতি অর্থাৎ পোলিং এজেন্টদের ফর্ম ১৭সি পূরণ করার নিয়মে কোনও বদল আনা হচ্ছে না।

মহারাষ্ট্র, হরিয়ানার নির্বাচনের পর ভোটদানের হার সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ভুয়ো ভোটার নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। এদিকে দুয়ারে হাজির বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। চলতি বছরেই হবে বিহারের বিধানসভা। বছর ঘুরলেই বাংলার নির্বাচন, তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। সেই আবহে নতুন পদ্ধতি চালু করে ক্ষতে প্রলেপ দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ