Advertisement
Advertisement

Breaking News

Nitin Gadkari

‘সময়মতো সিদ্ধান্ত নিতে না পারাই সরকারের সবচেয়ে বড় সমস্যা’, গড়করির মন্তব্যে বিতর্ক তুঙ্গে

আগেও তাঁর মন্তব্য অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

'Government is not taking decisions in time', says Nitin Gadkari। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 23, 2022 7:59 pm
  • Updated:August 23, 2022 8:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”সরকারের সবচেয়ে বড় সমস্যা হল সময়মতো সিদ্ধান্ত নিতে না পারা।” কোনও বিরোধী নেতা নয়, এমন মন্তব্য করতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিকে (Nitin Gadkari)। এর আগেও বারবার এই ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। দলের শীর্ষ কমিটি থেকে বাদও পড়তে হয়েছে তাঁকে। তবুও গড়করি যে গড়করিতেই রয়েছেন তা আবারও পরিষ্কার হয়ে গেল নতুন এই মন্তব্যে।

Advertisement

গত রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি বলেন, ”মির‍্যাকল করাই যায়… সেই ক্ষমতাও রয়েছে… আমার মতে ভারতীয় পরিকাঠামোর ভবিষ্য়ৎ অত্যন্ত উজ্জ্বল।” আর এই প্রসঙ্গেই তাঁর বক্তব্য, ”আসলে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ই সবচেয়ে বড় মূলধন। সরকারের সবচেয়ে বড় সমস্যা হল সময়মতো সিদ্ধান্ত নিতে না পারা।”

[আরও পড়ুন: হত্যা করলে জেলে যাবে, যেতে হবে না স্কুলে! এই ভেবেই বন্ধুকে খুন করল দশম শ্রেণির ছাত্র]

কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় বড় মাইলফলক অতিক্রম করায় তাঁর সরকারের সাফল্যের খতিয়ান দিতে বলেছিলেন, এটাই ‘অমৃতকাল’ অর্থাৎ স্বর্ণযুগ। মোদির একেবারে ভিন্ন সুর লক্ষ করা গেল গড়করির গলায়। বিজেপি নেতাদের অবশ্য দাবি, কেন্দ্রীয় মন্ত্রী কোনও নির্দিষ্ট সরকারের কথা বলেননি। তিনি যে কোনও সরকারের হিসেবেই কথাটি বলেছেন। কিন্তু এহেন দাবি আসলে গড়করির কথাকে হালকা করারই কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সদ্যই ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সংসদীয় বোর্ডে বড়সড় রদবদল করেছে বিজেপি। কার্যত রীতি ভেঙে সংসদীয় বোর্ড থেকে ছেঁটে ফেলা হয়েছে সংঘ ঘনিষ্ঠ গড়করিকে। এই মুহূর্তে মোদি (Narendra Modi) মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের মধ্যে তিনি একজন। একটা সময় দলের সভাপতিও ছিলেন। সাধারণত বিজেপির (BJP) সভাপতিরা যতদিন সক্রিয় রাজনীতিতে থাকেন, ততদিন তাঁদের দলের সংসদীয় বোর্ডে রাখা হয়। কিন্তু গড়করিকে সরিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তুঙ্গে। এর মধ্যেই ফের বিতর্কিত মন্তব্য গড়করিকে।

[আরও পড়ুন: আপত্তিকর অবস্থায় দেখে ফেলার ‘শাস্তি’, নাবালিকাকে ধর্ষণের পর খুন করল মায়ের প্রেমিক]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ