সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে পাসপোর্ট পেতে গেলে বাধ্যতামূলক হচ্ছে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট। ১৯৮০ সালের পাসপোর্ট আইনে সংশোধনী আনতে চলেছে কেন্দ্র সরকার। নতুন নিয়মে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১ অক্টোবর ২০২৩ তারিখ বা তার পরে জন্ম নিয়েছেন এমন কোনও আবেদনকারী পাসপোর্টের আবেদন করতে গেলে বাধ্যতামূলকভাবে তাকে দিতে হবে জন্ম শংসাপত্র।
বিদেশমন্ত্রকের তরফে গত ২৪ ফেব্রুয়ারি এই সংক্রান্ত এক বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ২৪ নং ধারার অধীনে পুরনো নিয়মে বদল আনা হচ্ছে। ২০২৫ সালের পাসপোর্ট আইনে কার্যকর হবে নয়া বিধি। নয়া নিয়ম চালু করার দিন থেকেই কার্যকর হবে এই সংশোধনী। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, জন্মের পর পুরসভা থেকে যে জন্ম শংসাপত্র দেওয়া হয়, সেই নথি আবশ্যিক হবে পাসপোর্ট পাওয়ার জন্য। শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা হতে হবে।
অর্থাৎ, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ দ্বারা অনুমোদন করা জন্ম শংসাপত্রই এক্ষেত্রে মান্যতা পাবে। এই নিয়ম ১ অক্টোবর ২০২৩ বা এর পর যারা জন্মেছে তাদের জন্য বাধ্যতামূলক। তবে যারা তার আগে জন্মেছেন তারা পাসপোর্টের আবেদন করতে চাইলে জন্ম প্রমাণপত্রের বিকল্প হিসেবে একাধিক নথি ব্যবহার করতে পারবেন। যেমন, স্কুল লিভিং সার্টিফিকেট যেখানে প্রার্থীর জন্মতারিখের উল্লেখ রয়েছে। এছাড়া কেন্দ্র সরকারের পক্ষ থেকে পাওয়া প্যান কার্ড, সরকারি কর্মীদের সার্ভিস রেকর্ডের কপি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডও বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.