Advertisement
Advertisement

Breaking News

Mangalsutra

নববধূর গলায় মঙ্গলসূত্র পরাতেই অঘটন! বিয়ের আসরেই হৃদরোগে মৃত্যু স্বামীর

রীতি মেনে নববধূর গলায় মঙ্গলসূত্র বাঁধার কয়েক মুহূর্তের মধ্যেই বরের বুকে ব্যথা শুরু হয়।

Groom died of Heart Attack just after tying Mangalsutra to bride In Karnataka
Published by: Paramita Paul
  • Posted:May 18, 2025 10:08 am
  • Updated:May 18, 2025 10:08 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর দীর্ঘায়ুর কামনা করে স্ত্রীরা গলায় মঙ্গলসূত্র ধারণ করেন! এয়োতিরা বিয়ের পর গলা থেকে মঙ্গলসূত্র খোলেন না স্বামীর মঙ্গল কামনায়। কিন্তু বিবাহ আসরে সেই মঙ্গলসূত্র পরানোর সঙ্গে সঙ্গে ঘটে গেল চরম অমঙ্গল। আসরেই লুটিয়ে পড়লেন বর। ঘটে গেল মারাত্মক অমঙ্গল! নতুন সংসার শুরুর আগেই স্বপ্নভঙ্গ হল নববধূর! কী এমন ঘটল বিবাহ আসরে?

Advertisement

শনিবার কর্ণাটকের বাগালকোটে জামখান্ডি শহরে বিয়ের আসর বসেছিল। হাজির ছিলেন অতিথিরা। নিয়ম মেনে চলছিল বিয়ের অনুষ্ঠান। রীতি মেনে নববধূর গলায় মঙ্গলসূত্র বাঁধার কয়েক মুহূর্তের মধ্যেই বরের বুকে ব্যথা শুরু হয়। চিকিৎসক ডাকার আগেই বিবাহ মণ্ডপে লুটিয়ে পড়েন ২৫ বছরের যুবক। সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানানো হয়, বিয়ের আসরেই হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। কিন্তু কারণ নিয়ে ধোঁয়াশা।

তবে এদিনের ঘটনা আরও একটি বিষয় সামনে এনে দিল। অল্প বয়সিদের মধ্যে বাড়ছে হৃদরোগের প্রবণতা। কিছুদিন আগে গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে নিজের বিয়ের ‘সংগীতে’ নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই মৃত্যু হয়েছিল ২৩ বছরের এক যুবতীর। তার আগে গত ডিসেম্বরে হৃদরোগে প্রাণ গিয়েছিল এক ১৪ বছরের কিশোরের। উত্তরপ্রদেশের আলিগড়ে স্কুলে স্পোর্টসের জন্য অনুশীলন করার সময় আক্রান্ত হয় সে। সেখানেই মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন, অল্পবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ঊর্ধ্বমুখী মৃত্য়ুর হারও। ঠিক যেমন কর্ণাটকে ২৫ বছরের যুবককে বাঁচাতে পারল না স্বামীর দীর্ঘায়ুর প্রতীক মঙ্গলসূত্রও!

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ