সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদ। এবার তারই শিকার হলেন গুজরাটের এক মহিলা চিকিৎসক। খোয়ালেন ১৯ কোটি টাকা। পুলিশ আধিকারিক এবং আইনজীবী সেজে তাঁর কাছ এই বিপুল পরিমাণ টাকা প্রতারকরা হাতিয়ে নেয় বলে খবর। ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে। পুলিশ ইতিমধ্যেই এক জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, গত ১৫ মার্চ ওই চিকিৎসককে ফোন করে প্রতারকরা। অভিযোগ, মহিলাকে ভয় দেখিয়ে বলা হয়, তাঁর ফোনে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে একটি অর্থিক তছরূপ মামলার। পাশাপাশি, তাঁকে গ্রেপ্তারির হুমকিও দেওয়া হয়। পর পর বেশ কয়েকদিন ধরে তাঁকে ফোন করে হেনস্তা করা হয় বলে। এরপরই দফায় দফায় মহিলাকে ৩৫টি অ্যাকাউন্টে মোট ১৯ কোটি পাঠাতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। অবশেষে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে তিনি সিআইডির সাইবার সেলে দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী আধিকারিকরা। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জনার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.