Advertisement
Advertisement

Breaking News

রাজস্থানের শপিং মলে চলল গুলি, এলাকায় তীব্র চাঞ্চল্য

দেখুন ভিডিও।

Gunman opens fire in Rajasthan shopping mall
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2017 10:09 am
  • Updated:June 20, 2017 10:15 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এ যেন ঠিক হলিউডি সিনেমা! দিনে দুপুরে একটি শপিং মলে ঢুকে আচমকাই গুলি চালাতে শুরু করল এক অজ্ঞাত পরিচয় যুবক। কয়েক রাউন্ড গুলি চালিয়ে আবার চলেও যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজস্থানের যোধপুরে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। গোটা ঘটনাটি ধরা পড়েছে শপিং মলের সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

[রাষ্ট্রপতির কনভয় আটকে পথ অ্যাম্বুল্যান্সকে, পুরস্কৃত ট্রাফিক অফিসার]

পশ্চিমী দুনিয়ায় বিশেষত মার্কিন মুলুকের নিরাপত্তার কারণে অনেকেই নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখেন। মার্কিন আইনেই সেই সংস্থান আছে। কর্মস্থানে হতাশা, বা অন্য কোনও ব্যক্তিগত সমস্যার কারণে আগ্নেয়াস্ত্রে অপব্যবহারও হয়। নাইটক্লাব বা প্রকাশ্য রাস্তায় বন্দুকবাজের হামলায় প্রাণহানি ঘটে বহু নিরীহ মানুষের। চলতি মাসেই আমেরিকায় অরল্যান্ডো শহরতলির একটি শিল্পতালুকে ঢুকে পড়েছিল এক বন্দুকবাজ। ঢুকেই গুলিবৃষ্টি করতে শুরু করে সে। ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। মারা যায় হামলাকারীও। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক নেই। নিছকই কাজ সংক্রান্ত গণ্ডগোলের জেরে শিল্পতালুকে ঢুকে গুলি চালিয়েছিল ওই ব্যক্তি। এবার সেরকমই একটি ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের যোধপুর। সেখানকার একটি শপিং মলে ঢুকে  গুলি চালাল এক অজ্ঞাত পরিচয় যুবক।

[বিপজ্জনক জায়গায় সেলফি তুললেই এবার পড়তে হবে পুলিশের কোপে]

ঘটনাটি সোমবারের। যোধপুরের ওই শপিং মলটিতে তখন ক্রেতাদের ভিড়। আমচকাই মাথায় হেলমেট পরে শপিং মলে ঢোকে এক যুবক। জানা গিয়েছে, ওই যুবককে হেলমেট খুলতে অনুরোধ করেন শপিং মলের এক কর্মী। এরপরই ওই যুবক পকেট থেকে দুটি বন্দুক বের করে, শপিং মলের ভিতরেই গুলি চালাতে শুরু করে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর, ওই যুবক শপিং মল থেকে পালিয়ে যায়। গোটা ঘটনাটি  ধরা পড়েছে শপিং মলের সিসিটিভি ক্যামেরায়।

     

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস