Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

যমুনার জলে ‘বিষ’ নিয়ে বিতর্কিত মন্তব্য, কেজরিওয়ালকে সমন হরিয়ানা হাই কোর্টের

নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজিরা না দিলে আইনি পদক্ষেপ করা হবে কেজরিওয়ালের বিরুদ্ধে।

Haryana HC summons Arvind Kejriwal over Yamuna remark

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 29, 2025 8:59 pm
  • Updated:January 29, 2025 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমুনা নদীর জলে বিষ মেশাচ্ছে হরিয়ানার বিজেপি সরকার! দিল্লি বিধানসভা ভোটের আগে বিস্ফোরক দাবি করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মন্তব্যের জেরে এবার আইনি বিপাকে পড়লেন আপ সুপ্রিমো। বুধবার তাঁকে সমন পাঠিয়েছে হরিয়ানা হাই কোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজিরা না দিলে আইনি পদক্ষেপ করা হবে কেজরিওয়ালের বিরুদ্ধে।

Advertisement

২০২০ সালের মতো এবারও দিল্লি বিধানসভা নির্বাচনের মূল ইস্যু হিসাবে উঠে এসেছে যমুনা দূষণ। চাপের মুখে যমুনার জল নিয়ে বিতর্কিত মন্তব্য করে নিজের উপর চাপ আরও বাড়িয়ে নিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কেজরিকে ইতিমধ্যেই নিজের বক্তব্য প্রমাণ করার জন্য ডেডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। হরিয়ানা পুলিশও আপ সুপ্রিমোর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে।

এহেন পরিস্থিতিতেই হরিয়ানা হাই কোর্ট সমন পাঠিয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। উচ্চ আদালতের তরফে কেজরিওয়ালকে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দিতে হবে। তা না হলে আইনি পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে। এছাড়াও যমুনার জল নিয়ে কেন এমন অভিযোগ করেছেন, তার কারণ দর্শাতে হবে কেজরিকে। হরিয়ানা সরকার যে যমুনা নদীর জলে বিষ মেশাচ্ছে, তার সপক্ষে রিপোর্টও জমা দিতে হবে তাঁকে। উল্লেখ্য, কেজরির থেকে এই প্রসঙ্গে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশনও।

উল্লেখ্য, ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনা নদীকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। কেজরি সেটা মেনেও নিয়েছেন। প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি মেনে নিলেও যমুনার বর্তমান পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করেছেন কেজরি। তাঁর অভিযোগ, হরিয়ানা থেকে সেরাজ্যের বিজেপি সরকার যমুনার জলে বিষ মেশাচ্ছে। সেই বিষ রুখতে আগে থেকে পদক্ষেপ করেছে আপ সরকার। আপ প্রধানের ওই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement