Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi's citizenship

রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলা করেছিলেন, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সেই বিজেপি কর্মী

রাহুলের বিরুদ্ধে মামলা করা ওই বিজেপি নেতার জীবনের ঝুঁকি আছে, মনে করছে আদালত।

High Court orders security for man questioning Rahul Gandhi's citizenship
Published by: Subhajit Mandal
  • Posted:August 31, 2025 9:41 am
  • Updated:August 31, 2025 9:41 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব বাতিলের দাবিতে মামলা দায়ের করা বিজেপি কর্মীর জন্য নিরাপত্তার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ। ভিগ্নেশ শিশির নামের ওই বিজেপি কর্মীর নিরাপত্তায় ২৪ ঘণ্টা মোতায়েন থাকবেন সশস্ত্র রক্ষী।

Advertisement

প্রসঙ্গত, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা চলছে। মামলাকারীর অভিযোগ রাহুল ব্রিটিশ নাগরিক। সেই সমস্ত তথ্যপ্রমাণ তিনি মামলায় জমা করেছেন। কেন্দ্রীয় সরকারের কাছে নির্দিষ্ট তথ্য না থাকায় মামলাটি আগে বাতিল হয়ে গেলেও সম্প্রতি ব্রিটিশ সরকার কেন্দ্রীয় সরকারকে রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত নথি তুলে দেওয়ার পর হাইকোর্ট মামলাটি নতুন করে চালু করেছে। ওই বিজেপি কর্মীর অভিযোগ ছিল, রাহুল একই সঙ্গে ব্রিটেন এবং ভারতের নাগরিক। তাঁর কাছে নাকি তথ্যপ্রমাণও আছে। রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে ব্রিটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তাঁরা দিয়েছেন। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। কারণ নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয়ের দ্বৈত নাগরিকত্ব আইনত অপরাধ।

রাহুলের বিরুদ্ধে মামলা করা ওই বিজেপি নেতার জীবনের ঝুঁকি আছে এই অভিযোগ তুলে নিরাপত্তার আর্জি জানান। এত বড় রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন শক্তিশালী মামলা, সম্প্রতি মামলাকারীর উপরে থ্রেট পার্সেপশানের খবর আছে। সেই ভিত্তিতে আদালতের এখন থেকে ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনী-সহ সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রককে।

উল্লেখ্য, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। এর আগে দিল্লি হাই কোর্টে এই একই অভিযোগে মামলার করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। স্বামীর দাবি, ব্রিটিশ সংস্থা ব্যাকপ্‌স লিমিটেডের মাধ্যমে ২০০৫ এবং ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তাঁর ব্রিটেনের নাগরিকত্বের প্রমাণ। এছাড়া ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে, নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাহুল ব্রিটেনের নাগরিক, এই অভিযোগ তুলে তাঁর মনোনয়ন খারিজের দাবিও একাধিকবার উঠেছে। ঘটনাচক্রে বিজেপি নেতারা এর আগে বারবার রাহুল গান্ধীকে বিদেশের নাগরিক হিসাবে প্রমাণ করার চেষ্টা করলেও কেন্দ্র সেভাবে উচ্চবাচ্য করেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ