Advertisement
Advertisement
Maha Kumbh

মহাকুম্ভে ফের দুর্ঘটনা, হট এয়ার বেলুন মাটিতে আছড়ে ঝলসে গেলেন ৬ পুণ্যার্থী

প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল।

Hot air balloon crashed in Maha Kumbh, 6 injured

প্রতীকী ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:February 4, 2025 9:43 am
  • Updated:February 4, 2025 10:05 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদপিষ্ট হয়ে ৩০ পুণ্যার্থীর মৃত্যুর রেশ কাটেনি এখনও। তার মধ্যেই ফের দুর্ঘটনা মহাকুম্ভে। হট এয়ার বেলুন মাটিতে আছড়ে পড়ায় ঝলসে গেলেন ৬ জন পুণ্যার্থী। তার মধ্যে রয়েছে দুই কিশোরও। জানা গিয়েছে, আহতদের সকলকেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। উল্লেখ্য, প্রয়াগরাজে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল।

Advertisement

হট এয়ার বেলুনের দুর্ঘটনাটি ঘটেছে সোমবার। মহাকুম্ভ মেলার ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সটান মাটিতে আছড়ে পড়ে বেলুনটি। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় বেলুনে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, খুব বেশি উঁচুতে উঠতে পারেনি বেলুনটি। আরও বেশি উঁচুতে বেলুন ফাটলে দুর্ঘটনা আরও ভয়াবহ আকার নিতে পারত।

ঘটনার সময়ে বেলুনের বাস্কেটে ছিলেন ৬ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে ১৩ এবং ১৬ বছরের দুই কিশোর ছিল। আরও চারজন ছিলেন বাস্কেটে। বেলুনে আগুন লেগে যাওয়ার ফলে সকলেই ঝলসে যান। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, হাসপাতালে আনার পরেই ফার্স্ট এইড দেওয়া হয়েছে আহতদের। আপাতত বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।

উল্লেখ্য, ২০২৫ সালে মহাকুম্ভে আসা পুণ্যার্থীদের আকর্ষণ করতে একগুচ্ছ অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করা হয়েছিল। জিপ লাইন, রক ক্লাইম্বিং, হট এয়ার বেলুন রাইডের ব্যবস্থা ছিল। বিশেষত হট এয়ার বেলুনে চেপে কুম্ভ পরিদর্শনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু এবার সেই বেলুনেরই দুর্ঘটনা ঘটে গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ