Advertisement
Advertisement

Breaking News

Hyderabad

চাকরির টোপ দিয়ে ‘প্রতারণা’! হায়দরাবাদ থেকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ভারতীয় যুবক

যুবকের নাম মহম্মদ আহমেদ।

Hyderabad man duped into Russian job, forced to fight war
Published by: Subhodeep Mullick
  • Posted:October 17, 2025 5:03 pm
  • Updated:October 17, 2025 5:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার একটি নির্মাণ সংস্থায় মোটা টাকা বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। আর সেই ফাঁদে পা দিয়েই প্রতারিত হলেন হায়দারাদের এক যুবক। জানা যাচ্ছে, রাশিয়ায় যাওয়ার পর তাঁকে জোর করে পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ইফক্রেনের বিরুদ্ধে লড়াই করতে। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

বছর সাঁয়ত্রিশের ওই যুবকের নাম মহম্মদ আহমেদ। তিনি হায়দরাবাদের খইরতাবাদ এলাকার বাসিন্দা। সম্প্রতি তাঁকে চাকরির টোপ দিয়েছিলেন এক এজেন্ট। সেই সূত্রেই গত ২৫ এপ্রিল তিনি পৌঁছন রাশিয়াতে। অভিযোগ, সেখানে পৌঁছনোর পরই তিনি ভয়াবহ ঘটনার সম্মুখীন হন। জোর করে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। আহমেদের এক আত্মীয় ফিরদৌস বেগমের দাবি, জোর করে তাঁর হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং যুদ্ধে যোগদান করতে বাধ্য করা হয়েছে। আমরা চাই তাকে উদ্ধার করে এবং নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হোক।

জানা গিয়েছে, হায়দারাবাদের একটি রেস্তরাঁয় বাউন্সারের কাজ করতেন আহমেদ। সেখানেই মুম্বইয়ের ওই এজেন্টের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনিই রাশিয়াতে তাঁকে মোটা টাকার চাকরির প্রলোভন দেন। বলা হয়, একটি নির্মাণ সংস্থায় তাঁকে কাজ করতে হবে। সেই প্রলোভনে পা দিতেই ঘটে যায় অঘটন। পরিবারের দাবি, গত ২৫ এপ্রিলের পর থেকে আহমেদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ