সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওরা গুলি চালালে, আমরা গোলা ছুড়ব’, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল পাকিস্তানের মিনতিতে সাড়া দিয়ে সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত। এই শান্তিপর্ব মধ্যস্ততা করে আমেরিকা। সূত্রের খবর, তখনই মোদি ভান্সকে জানিয়ে দিয়েছিলেন, ইসলামাবাদ বেয়াদপি করলে রেয়াত করবে না দিল্লি। পালটা জোরাল জবাব দেওয়া হবে।
পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি হলেও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থামাবে না ভারত। সেই কাজ আগের মতোই চলবে। গতকালই জানিয়ে দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার কার্যত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়ছিল পাকিস্তান। বিশেষজ্ঞদের বক্তব্য, পরাজয় নিশ্চিত বুঝেই সন্ধিপ্রস্তাব করে শাহবাজ শরিফ সরকার। আমেরিকার মধ্যস্ততায় সেই প্রস্তাবে রাজি হয় ভারত। যদিও কয়েক ঘণ্টার পরেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তবর্তী অঞ্চলে গুলি চালায় পাকিস্তান। জবাব দেয় ভারতও।
গতকাল মোদির সঙ্গে ভান্সের বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধান অসিফ মুনিরের সঙ্গে এবং পরবর্তীতে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রতিনিধিরা। সূত্রের খবর, তখনই মোদি জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তানের দিক থেকে গুলি চললে, ভারত পালটা গোলা ছুড়বে। নয়াদিল্লির তরফে আরও জানানো হয়, দুটি বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ভারত। প্রথমটি পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরানো এবং দ্বিতীয়টি সন্ত্রাসবাদীদের হস্তান্তর।
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকেল ৫টা ৪২ নাগাদ এক্স হ্যান্ডেলে লেখেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.