Advertisement
Advertisement
Kerala

‘অবৈধ’ ইলেকট্রিক ফেন্সিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর, দায় কার? কেরলে শুরু রাজনৈতিক চাপানউতোর

এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Illegal electric fence electrocutes mainor boy to death in Kerala

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 9, 2025 4:49 pm
  • Updated:June 9, 2025 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাছ ধরতে গিয়ে অবৈধ ইলেকট্রিক ফেন্সিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৫ বছরের এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায়। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অনন্ত, যদু কৃষ্ণন এবং শানু বিজয় এলাকার একটি ক্যানেলে মাছ ধরতে যায়। এদিকে বনের শূকর ধরার জন্য ওই জায়গায় অবৈধভাবে ইলেকট্রিক ফেন্সিং দিয়ে রেখেছিলেন এলাকারই এক বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, রাজ্য বিদ্যুৎ দপ্তরের সিঙ্গল ফেজ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে এভাবে ফেন্সিং দিয়ে থাকেন ওই ব্যাক্তি। এদিকে অভিযোগ পাওয়ার পরই অবৈধভাবে ফেন্সিং দেওয়ার অভিযোগে ভিনেশ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যাক্তি জঙ্গলে ঢুকে এভাবেই অবৈধ উপায়ে ফেন্সিং দিয়ে শুকর ধরত। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নীলাম্বুর উপনির্বাচনের ভোট প্রচারেও উঠে এসেছে বিষয়টি। এই নিয়ে রাজ্যের বাম সরকারকে তোপ দেগেছে কংগ্রেস। যদিও বিরোধীদের এই দাবি নস্যাৎ করে সিপিএমের দাবি, এই ঘটনার পর যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে এই ঘটনার পর মৃতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement