Advertisement
Advertisement
Shashi Tharoor

‘ওয়াশিংটন পোস্টের ঈশান থারুর বলছি’, আমেরিকায় ছেলের কঠিন প্রশ্নের মুখে ‘অপ্রস্তুত’ শশী

ছেলের প্রশ্নের কী জবাব দিলেন কংগ্রেস সাংসদ?

In US, Shashi Tharoor’s son grills him on Pakistan role in Pahalgam terror attack
Published by: Subhajit Mandal
  • Posted:June 6, 2025 1:33 pm
  • Updated:June 6, 2025 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূত হয়ে বিভিন্ন দেশে ঘুরছেন তিনি। এই মুহূর্তে মার্কিন মুলুকবাসীকে বোঝাচ্ছেন কীভাবে বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান। কেন অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযানের দরকার পড়ল? সেই শশী থারুরকে কিনা অপ্রস্তুত অবস্থায় পড়তে হল তাঁরই ছেলের জন্য! আমেরিকায় সাংবাদিক সম্মেলনে শশীকে কড়া প্রশ্নের মুখে দাঁড় করালেন তাঁর সন্তান ঈশান থারুর।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে একটি সাংবাদিক বৈঠকে শশীর ছেলে ঈশান থারুরও উপস্থিত ছিলেন। আসলে ঈশান পেশায় সাংবাদিক। ওয়াশিংটন পোস্টে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সাংবাদিকতা করেন তিনি। সাংবাদিক সম্মেলনের মধ্যেই নিজের সংস্থার হয়ে শশীর সামনে প্রশ্ন করার জন্য উঠে দাঁড়ান ঈশান। আচমকা ছেলেকে দেখে খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যান কংগ্রেস সাংসদ। তারপর মৃদু হেসে তিনি বলেন, “ওকে প্রশ্ন করতে দেওয়া উচিত নয়। ও আমার ছেলে।” তাতে দৃপ্তকণ্ঠে ঈশান বলেন, “আমি ওয়াশিংটন পোস্ট থেকে ঈশান থারুর বলছি।” অর্থাৎ তিনি বুঝিয়ে দেন, শশী থারুরের ছেলের পরিচয়ে ওই সাংবাদিক সম্মেলনে তিনি যাননি। তিনি গিয়েছেন নিজের সাংবাদিক পরিচয়ে। এবং সাংবাদিক হিসাবেই প্রশ্ন করছেন।

ঈশান জানতে চান, ভারতের প্রতিনিধি দল যে বিভিন্ন দেশে যাচ্ছে, কোনও দেশ কি পহেলগাঁও হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ তাঁদের কাছে চেয়েছে। বাবা তথা ভারতীয় সাংসদদের প্রতিনিধিদলের নেতার উদ্দেশে ঈশানের প্রশ্ন, “আপনার সরকারের কাছে কি কোনও দেশ প্রমাণ চেয়েছে। চাইলে আপনারা কী ধরনের প্রমাণ তুলে দেবেন?” এবার নিজেকে সামলে নিয়ে ঈশানের প্রশ্নের উত্তর দেন শশীও। তবে উত্তর দেওয়ার আগে এটাও স্পষ্ট করে দেন, ঈশান যে এখানে এসে এভাবে তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করাবে সেটা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। তবে এই প্রশ্নটি পেয়ে তিনি খুশি।

পরে ঈশানের প্রশ্নের জবাবে শশী বলেন, “কেউ আমাদের কাছে প্রমাণ চাইনি। কারণ কারও মনে কোনও সংশয়ই ছিল না। তবে এর আগে দু’এক জায়গায় সংবাদমাধ্যম এই ধরনের প্রশ্ন তুলেছে। আমি স্পষ্ট করে দিতে চাই, আমাদের কাছে প্রমাণ না থাকলে আমরা এই ধরনের অভিযান করতাম না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement