সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালির আগে দেশবাসীর জন্য বড় উপহার। করকাঠামোয় আমূল বদল আনতে চলেছে কেন্দ্র। বহু পণ্যে ক্ষেত্রে মিলবে করছাড়। সরল হবে জিএসটি কাঠামো। লালকেল্লায় ভাষণ থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর।
লালকেল্লায় দাঁড়িয়ে মোদি জানালেন, দ্রুত জিএসটি ব্যবস্থায় বড়সড় বদল আসতে চলেছে। বহু ক্ষেত্রে করকাঠামোয় সরলীকরণ হবে। অনেকক্ষেত্রেই বড়সড় করছাড় পাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত। জিএসটির জটিলতায় যে ছোট ব্যবসায়ীদের ভুগতে হচ্ছে তাঁরাও স্বস্তি পাবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী প্রজন্মের জন্য জিএসটি কাঠামোয় বড়সড় বদলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। সেই লক্ষ্যে একটি উচ্চস্তরীয় কমিটি গঠিত হয়েছে। ইতিমধ্যেই সেই কমিটি রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে।
মোদির বক্তব্য, উন্নত ভারতবর্ষের জন্য চায় উন্নত নগরজীবন। উন্নত দেশের জন্য চায় নাগরিক স্বাচ্ছ্যন্দ। তাই সাধারণ নাগরিকদের জীবনে সরকারি হস্তক্ষেপ কমানোর জন্য গত ১ দশক ধরে সংস্কারের কাজ চলছে। করকাঠামোর সরলীকরণ হয়েছে। আয়কর প্রদানের প্রক্রিয়া সরল করা হয়েছে। আইনি জটিলতা কমানো হয়েছে। এবার করকাঠামোয় আরও বদল দরকার। আগামী প্রজন্মের জন্য এবার জিএসটিতে বড়সড় সংস্কারের প্রয়োজন। লালকেল্লায় প্রধানমন্ত্রী বললেন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং ছোট ব্যবসায়ীদের উপর থেকে করের বোঝা কমাতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
জিএসটি এবং করকাঠামো নিয়ে বিরোধীদের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ মূলত দুটি, জিএসটির মূল উদ্দেশ্যই ছিল করকাঠামোর সরলীকরণ। কিন্তু মোদি সরকারের আনা জিএসটি প্রক্রিয়ায় সেটা হয়নি। উলটে আরও জটিল হয়েছে। দুই, জিএসটিতে অনেক ক্ষেত্রেই রাজ্য সরকারগুলিকে বঞ্চনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী যে সংস্কারের কথা বলছেন, তাতে এই দুই সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষের ব্যবহৃত বহু পণ্যে বড়সড় ছাড় দেওয়া হতে পারে। যার ফলে বহু পণ্যের দাম কমবে। তবে মোদি যে সংস্কারের কথা বলছেন, সেটার স্বরূপ কী? তাহলে কি পেট্রল-ডিজেলকেও এবার জিএসটির আওতায় আনা হবে? সে প্রশ্নের উত্তরও পায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.