Advertisement
Advertisement

Breaking News

India

আমেরিকা থেকে অস্ত্র-বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত ভারতের? দাবি ওড়াল কেন্দ্র

কী জানাল কেন্দ্র?

India is not planning to pause defence procurement from US. Centre rubbishes 'false, fabricated' report
Published by: Subhodeep Mullick
  • Posted:August 9, 2025 1:56 pm
  • Updated:August 9, 2025 1:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের পরই আমেরিকা থেকে অস্ত্র এবং বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার এমনটাই দাবি করা হয়েছিল রয়টার্সের একটি প্রতিবেদনে। খবরটি ছড়িয়ে পড়তেই মুখ খুলেছে কেন্দ্র। সাফ জানানো হয়েছে, এরকম কোনও সিদ্ধান্তই ভারত নেয়নি। এই রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত আমেরিকা থেকে সামরিক সরঞ্জাম কেনা বন্ধ রেখেছে – এই খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং বানানো। অস্ত্র-বিমান কেনা নিয়ে যেরকম পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেভাবেই কাজ হচ্ছে।’   

Advertisement

শুক্রবার রয়টার্সের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই সময় ভারত আমেরিকার থেকে বেশ কিছু অস্ত্র এবং বিমান কেনার পরিকল্পনা করেছিল। কিন্তু ট্রাম্পের শুল্কবাণের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। সামরিক সরঞ্জামগুলির তালিকায় ছিল স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ছ’টি বোয়িং পি৮আই নজরদারি বিমান কেনার পরিকল্পনা করেছিল।

প্রসঙ্গত, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন। তাঁর কথায়, “রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর।” অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, ২১ দিন পর থেকে কার্যকর হবে এই নয়া শুল্কহার। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার।’ মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের উপর প্রথমে যে ২৫ শতাংশ শুল্ক বসেছিল সেটি কার্যকর হচ্ছে ৭ আগস্ট থেকে। পরবর্তী ২৫ শতাংশ শুল্ক বসবে তারও ২১ দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার উপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ