Advertisement
Advertisement

Breaking News

India tariff

অনেকেই রাশিয়া থেকে তেল কেনে, ৫০ শতাংশ শুল্ক অযৌক্তিক! ট্রাম্পকে তুলোধোনা ভারতের

২১ দিন পর থেকে কার্যকর হবে নয়া শুল্কহার।

India slam Donald Trump on imposing additional tariff of 25 percent
Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2025 8:55 pm
  • Updated:August 6, 2025 9:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। ভারতের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তকে এভাবেই তোপ দাগল নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরেই তীব্র বিরোধিতা করে বিবৃতি জারি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, আরও বহু দেশ রাশিয়া থেকে তেল আমদানি করছে কিন্তু ভারতের উপরেই বৈষম্যমূলকভাবে শাস্তি চাপানো হচ্ছে।

Advertisement

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, ২১ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্কহার।সেখানে স্পষ্ট লেখা হয়, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার।’ 

ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, ‘গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের ১৪০ কোটি মানুষের শক্তিসম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়।’

মার্কিন প্রেসিডেন্টকে তুলোধোনা করে বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, ‘অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে। কিন্তু আমেরিকা কেবল ভারতের উপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, এটা যথেষ্ট দুর্ভাগ্য়জনক। মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করে বলতে চাই, এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়। নিজেদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্তরকম পদক্ষেপ করবে ভারত।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ