Advertisement
Advertisement

Breaking News

Ballistic Missile

আণবিক ত্রিশক্তিধর ভারত! ডুবোজাহাজ থেকেও পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

পরমাণু অস্ত্রবাহী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা বিশাখাপত্তনম উপকূলে।

India Successfully Tests Nuclear-Capable Ballistic Missile
Published by: Kishore Ghosh
  • Posted:November 28, 2024 4:00 pm
  • Updated:November 28, 2024 4:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার মুকুটে ‘আণবিক ত্রিশক্তি’র পালক। আকাশ ও স্থলপথে শত্রুকে শায়েস্তা করতে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছিলই। এদিন ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। বুধবার পরমাণু বিদ্যুৎচালিত ডুবোজাহাজ ‘আইএনএস অরিঘাত’ থেকে এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে।

Advertisement

এটি কঠিন জ্বালানি দ্বারা চালিত কে-ফোর সিরিজের ক্ষেপণাস্ত্র বলে জানা গিয়েছে। সাড়ে ৩ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মিশাইলটি। বুধবার সকালে বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়। এই ধরনের পরীক্ষা এই নিয়ে দ্বিতীয়বার করল নৌসেনা। সংবাদসংস্থা সূত্রে খবর, একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরও কিছু পরীক্ষা চালাবে নৌসেনা।

উল্লেখ্য, ভারতের কাছে এই মুহুর্তে পারমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে দুটি। তার একটি হল ‘আইএনএস অরিহন্ত’ এবং অন্যটি ‘আইএনএস অরিঘাত’। দুটি ডুবোজাহাজই পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণে সক্ষম। সেনা সূত্রে খবর, আগামী বছরের মধ্যে একই ধরনের আরও একটি ডুবোজাহাজ তৈরি করে ফেলবে ভারতীয় সেনা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ