Advertisement
Advertisement

Breaking News

India US trade deal

শুল্কযুদ্ধের অবসান! আগামী সপ্তাহেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির পথে আমেরিকা

ভারতের উপর শুল্কের বোঝা কমাবেন 'বন্ধু' ট্রাম্প?

India US trade deal likely to be done on 8th July

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:June 30, 2025 10:26 am
  • Updated:June 30, 2025 10:26 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহের মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলবে আমেরিকা! সূত্র মারফত জানা গিয়েছে, চুক্তির শর্তাবলি নিয়ে দুপক্ষই একমত হয়ে গিয়েছে। বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ওয়াশিংটনে গিয়ে চুক্তি নিয়ে আলোচনা করেছে ভারত। তারপরেই জানা গিয়েছে, আগামী ৮ জুলাই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে পারে। উল্লেখ্য়, তার পরের দিনই ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কছাড়ের মেয়াদ ফুরোচ্ছে।

Advertisement

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘বিগ বিউটিফুল ইভেন্ট’ নামে একটি অনুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে বলেন, “আমাদের সঙ্গে সকলেই চুক্তি করতে চায়। মনে করে দেখুন। কয়েক মাস আগে এই সংবাদমাধ্যমই বলাবলি করছিল, আদৌ কি কোনও দেশ বাণিজ্য চুক্তি করতে আগ্রহী? তাদের মনে করিয়ে দিতে চাই, গতকালই আমরা চিনের সঙ্গে চুক্তি সই করেছি। আরও একটা বড়সড় একটা চুক্তি করতে চলেছি, সম্ভবত ভারতের সঙ্গে। বিরাট বড়মাপের চুক্তি হবে।”

সেই ঘোষণার আগে চারদিন ধরে বন্ধ দরজার আড়াল ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলেছিল ট্রাম্পের কথায়। উল্লেখ্য, হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন তিনি। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। ১০ শতাংশ বাধ্যতামূলক শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যে আরও ২৬ শতাংশ কর চাপিয়েছিলেন ট্রাম্প, তবে সেটি কার্যকরের দিনক্ষণ পিছিয়ে দেন মার্কি প্রেসিডেন্ট নিজেই।

২৬ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিক আমেরিকা, এমনটাই চেয়েছিল ভারত। তবে সূত্রের খবর, দুপক্ষই বেশ কিছু পণ্যে কর কমাতে প্রস্তাব দিয়েছে। ভারত থেকে রপ্তানি হওয়া বস্ত্র, গয়না, চর্মজাত জিনিস, প্লাস্টিক, কেমিক্যাল, চিংড়ি, তৈলবীজ, ফল ইত্যাদির উপর মার্কিন কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পালটা ইলেকট্রিক গাড়ি, মদ, ডেয়ারি পণ্যের মতো জিনিসে কর কমাতে বলেছে আমেরিকাও। শেষ পর্যন্ত দুপক্ষে সমঝোতা হয়েছে বলেই খবর। আগামী ৮ জুলাই জানা যাবে, কোন পণ্যে কত করছাড় মিলল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ