Advertisement
Advertisement

Breaking News

India Pakistan

পাক ক্ষেপণাস্ত্রের সামনে ভার‍তের ঢাল রুশ ‘সুদর্শন চক্র’, কীভাবে পাকিস্তানের ছক রুখল এস-৪০০?

বুধবার রাতে পাকিস্তানের তরফে ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান।

India used S 400 defense to foil Pakistan attack

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 8, 2025 3:46 pm
  • Updated:May 8, 2025 7:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গিদমন থেকে ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত-পাক সংঘাত। ভারতের নানা শহরে পাক হামলার ছকের পালটা দিয়েছে ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। জানা গিয়েছে, পাক আক্রমণকে নিষ্ক্রিয় করতে ব্যবহার করা হয়েছে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম।

Advertisement

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বুধবার রাতে ভারতের সীমান্তবর্তী ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। এই শহরগুলির মধ্যে রয়েছে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভাতিণ্ডা, নাল, ফালোড়ি, উত্তারলাই এবং ভূজ। পাকিস্তান মূলত ড্রোন এবং মিসাইলের মাধ্যমে এই হামলা চালায়। কিন্তু আগাম হামলার আঁচ পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।

সেনা সূত্রের খবর, পাকিস্তানের হামলা সর্বতোভাবে ব্যর্থ করেছে ভারতের UAS গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র। পাকিস্তান যে ড্রোন এবং মিসাইলগুলি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, সেগুলি কার্যত ধ্বংস হয়েছে ওই সুদর্শন চক্রের প্রভাবে। বুধবার সকালে অমৃতসর-সহ একাধিক শহরে পাক ড্রোন এবং মিসাইলের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে। বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলাকে কার্যত যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করছে নয়াদিল্লি। সঙ্গে সঙ্গেই যার উপযুক্ত এবং পরিমিত প্রত্যাঘাত করা হয়েছে ভারতীয় সেনার তরফেও।

কী এই এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম? রাশিয়ায় তৈরি হয় এই সুরক্ষামূলক সিস্টেম। ভারতে এই সিস্টেমের নাম সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেম। আপাতত ভারতের চারটি জায়গায় এই সিস্টেম মোতায়েন রয়েছে। পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের নিরাপত্তার জন্য পাঠানকোটে রয়েছে সুদর্শন চক্র। এছাড়াও রয়েছে রাজস্থান এবং গুজরাটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ