Advertisement
Advertisement
Uttarakhanad

বদ্রীনাথের কাছে তুষারধসে মৃত ৪, এখনও আটকে থাকা পাঁচ শ্রমিকের খোঁজে সেনা

শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Indian army confirmed 4 workers dead in Uttarakhanads avalanche
Published by: Kishore Ghosh
  • Posted:March 1, 2025 4:03 pm
  • Updated:March 1, 2025 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল তুষারধসে বদ্রীনাথে আটকে পড়েছিলেন ৫৭ জন শ্রমিক। শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। এখনও ভিতরে আটকে রয়েছেন পাঁচ জন।

উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথের অদূরে মানা গ্রামে বিপর্যয়ের পরে ২৪ ঘণ্টার বেশি কেটে গিয়েছে। দুর্ঘটনার পরে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। এছাড়াও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) বরফের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছে। ভারতীয় সেনাও শুক্রবার থেকেই শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টাতে ফল মিলেছে। শনিবার দুপুর পর্যন্ত ৫০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও চার শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ৫৫ জন শ্রমিক, যারা একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের কাছে বরফ সরানোর কাজ করছিলেন তাঁরা। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরে সেনার এগনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। সেই রাস্তার বরফ সরানোর কাজে ব্যস্ত ছিলেন ৫৭ জন শ্রমিক। মানা গ্রাম এবং মানা পাসের মাঝামাঝি এলাকায় আচমকাই ধস নামে। তাতেই আটকে পড়েন ওই শ্রমিকরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement