Advertisement
Advertisement

Breaking News

Covid Cases

ফের চোখ রাঙাচ্ছে করোনা, দেশে এক সপ্তাহে আক্রান্তের হার বাড়ল ১২০০ শতাংশ!

এর মধ্যে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ।

India's Covid Cases Rise Over 1,200% In A Week
Published by: Subhodeep Mullick
  • Posted:June 1, 2025 4:41 pm
  • Updated:June 2, 2025 2:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে করোনা। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ। তিন রাজ্যেই হু হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। 

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২২ মে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫৭ জন। ২৬ মে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০। এরপর ৩১ মে সেটি বৃদ্ধি পেয়ে হয় ৩ হাজার ৩৯৫। গত সপ্তাহের তুলনায় যা ১,২০০ শতাংশ বেশি। সরকারি হিসাব বলছে, গত শুক্র থেকে শনি এই দু’দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, বাংলায় এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১৬ জন।

বিশেষজ্ঞদের একটা অংশের ধারণা, করোনা নতুন করে ছড়ালেও আগের মতো মারণ ক্ষমতা হারিয়েছে এই ভাইরাস। কিন্তু পরিসংখ্যান বলছে, নতুন এই স্ট্রেনেও রোগীমৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক। গত একমাসে ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তবে কেন্দ্র জানিয়েছে এই ৭ জনের মধ্যে ছ’জনেরই গুরুতর কো মর্বিডিটি ছিল। ফলে বিশেষ উদ্বেগের কোনও কারণ নেই।

যে হারে দেশে নতুন করে করোনা বাড়ছে তাতে চিকিৎসা মহলের একাংশের আশঙ্কা, পুরনো কোভিড বিধি ফিরতে পারে! জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পাশাপাশি বয়স্ক ও ক্রনিক রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। তবে প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে, নতুন করে করোনার ঢেউ এলে তা মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত সরকার। অযথা আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ