Advertisement
Advertisement

Breaking News

Meghalaya

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে ‘খুন’ স্বামী, নিখোঁজ স্ত্রী, CBI তদন্তের দাবি পরিবারের

চেরাপুঞ্জির কাছে একটি জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয়েছে দেহ।

Indore man found dead in Meghalaya Family demands CBI probe into his 'murder'
Published by: Kishore Ghosh
  • Posted:June 4, 2025 5:08 pm
  • Updated:June 4, 2025 5:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক পরিণতি ইন্দোরের দম্পতির। ১১ দিন নিখোঁজ থাকার পর সোমবার চেরাপুঞ্জির কাছে একটি জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয়েছে স্বামীর দেহ। ঘটনাস্থল থেকে দা এবং বর্ষাতিও উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, খুন করা হয়েছে পর্যটক যুবককে। এখনও পর্যন্ত সন্ধান মেলেনি স্ত্রীর। তিনি কি জীবিত আছেন? ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে পরিবার।

Advertisement

ইন্দোরের বাসিন্দা মৃত যুবকের নাম রাজা রঘুবংশী। গত ১৯ মে সোনামের সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছান তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেরাপুঞ্জিতে পৌঁছানোর পর থেকেই খোঁজ মিলছে না দম্পতির। চেরাপুঞ্জির কাছে একটি জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয়েছে যুবকের দেহ। সেখান থেকেই একটি রক্তমাখা দা এবং বর্ষাতি উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, ওই বর্ষাতি দম্পতিরই। কিন্তু রাজার স্ত্রী সোনাম কোথায়? কারাই বা খুন করল পর্যটক যুবককে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনামের সন্ধানে চেরাপুঞ্জির বিভিন্ন জায়গায় তল্লাশি চললেও এখনও খোঁজ মেলেনি। তাঁকেও কি খুন করা হয়েছে? কারা খুন করল? ডাকাতি না অন্য কোনও কারণ? পুলিশ সুপার বিবেক সিয়াম জানান, মৃতের মানিব্যাগ, সোনার চেন, আংটি বা মোবাইল— কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ডাকাতির জন্যই হত্যাকাণ্ড ঘটেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ