ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেশনে স্টেশনে যাত্রীরা যাতে অল্প দামে বিশুদ্ধ পানীয় জল পান, সে কারণে নয়া পদক্ষেপ আইআরসিটিসি-র। মোট ৪৫০টি স্টেশনে প্রায় ১০০০টি ভেন্ডিং মেশিন বসাতে চলেছে ভারতীয় রেলের এই ক্যাটারিং সংস্থা। ফলে ৩৫০মিলি জল এবার মোটে ১ টাকাতেই পাবেন যাত্রীরা।
[ ক্যাগের রিপোর্টে হুঁশ ফিরল, উন্নত হচ্ছে রেলের খাবার ]
ক্যাগ-এর রিপোর্টের পরই যাত্রী পরিষেবার মান নিয়ে নড়েচড়ে বসেছে রেলমন্ত্রক। রবিবার বেশ কয়েকটি টুইটে আগামীর রূপরেখা স্পষ্ট করা হয়েছে। যার মধ্যে একটি হল পানীয় জলের ব্যবস্থা। পানীয় জল নিয়ে যাত্রীদের ক্ষোভ দীর্ঘদিনের। রেলের নির্ধারিত সংস্থা ছাড়াও, অন্যান্য সংস্থার বিরুদ্ধে জল বিক্রির অভিযোগ এনেছেন তাঁরা। চড়া দামে সে সব কিনতে বাধ্য হন দূরপাল্লার যাত্রীরা। এবার সে সমস্যা রুখতেই নয়া পদক্ষেপের পথে ভারতীয় রেল। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে প্রায় ১১০৬টি ওয়াটার ভেন্ডিং মেশিন আছে বিভিন্ন স্টেশনে। সেই সঙ্গে যোগ হবে আরও প্রায় ১০০০টি। যেখানে বিশুদ্ধ পানীয় জল মিলবে ১ টাকাতেই। ১ লিটার জলের দাম পড়বে ৮ টাকা। মন্ত্রকের আশা, এতে যাত্রীদের পানীয় জলের সমস্যা তো দূর হবেই, সেইসঙ্গে প্রায় ২০০০ জনের কর্মসংস্থানেরও সুযোগ হবে।
2/ Water Vending Machines
— Ministry of Railways (@RailMinIndia)
1/ Water Vending Machines
— Ministry of Railways (@RailMinIndia)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.