Advertisement
Advertisement

Breaking News

Operation Sindoor

‘কার চাপে মাঝপথে থামল অপারেশন সিঁদুর?’, সংসদে মোদি-শাহকে বিঁধলেন কল্যাণ

কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?

Kalyan Banerjee slams Modi and Shah over Operation Sindoor
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 28, 2025 5:41 pm
  • Updated:July 28, 2025 5:41 pm   

নন্দিতা রায়, নয়াদিল্লি: অপারেশন সিঁদুর নিয়ে সংসদে মোদি-শাহকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুললেন, “জঙ্গিরা কীভাবে ভারতে ঢুকল? কোথায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী?” কার চাপে মাঝপথে অপারেশন সিঁদুর থামানো হল, সেই প্রশ্নও তুললেন তিনি। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “অপারেশন সিঁদুর এখনও থামেনি। পাকিস্তান কথার খেলাপ করলেই আবার শুরু হবে অভিযান।”

Advertisement

আজ, সোমবার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দিনে দফায় দফায় উত্তাল হয় সংসদ। বিরোধীদের হট্টগোলে অধিবেশন মুলতুবি রাখা হয় দুপুর ২ টো পর্যন্ত। পরবর্তীতে আলোচনা শুরু হলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পহেলগাঁও হামলার দায় মোদি ও শাহের কাঁধেই চাপান। তাঁর প্রশ্ন, “কীভাবে চার জঙ্গি ভারতে ঢুকে এত লোককে মারল? কীভাবে পাকিস্তানে চলে গেল তাঁরা? কোথায় ছিল বিএসএফ, সিআরপিএফ? কোথায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ)?” কল্যাণের কথায়, “সেনাবাহিনীর প্রশংসা করছি। কিন্তু কার চাপে থামানো হল অপারেশন সিঁদুর?”

এবিষয়ে রাজনাথ সিং জানিয়েছেন, “পহেলগাঁও হামলার বদলা অপারেশন সিঁদুরে মাত্র ২২ মিনিটে জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছে ভারতীয় সেনা। তাতে ঘাবড়ে গিয়ে হামলা চালায় পাকিস্তান। ১০ মে রাতে পাকিস্তান মিশাইল ছোড়ে। পালটা হামলায় ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেয়। যদিও ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কোনও ক্ষতি হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর ভারত।” এরপরই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “কারও চাপে অপারেশন সিঁদুর স্থগতি হয়নি। ভারতীয় সেনার মার খেয়ে পাকিস্তান যুদ্ধ থামানোর অনুরোধ করেছিল। ১২ মে দুই দেশের DGMO-র মধ্যে কথা হয়। এর আলোচনার মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়।” পাশাপাশি প্রয়োজনে আবার অপারেশন সিঁদুর শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ