Advertisement
Advertisement
Karnataka

বিয়ের অনুষ্ঠানে খাবার পাতে অতিরিক্ত মাংস চাওয়ার ‘অপরাধ’, বন্ধুকে কুপিয়ে খুন যুবকের!

অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

Karnataka Man Stabs Friend To Death For Demanding Extra Chicken At Wedding Party
Published by: Subhodeep Mullick
  • Posted:July 14, 2025 4:36 pm
  • Updated:July 14, 2025 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাবার পাতে অতিরিক্ত মাংস চেয়েছিলেন যুবক। এর জেরেই তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তারই বন্ধুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেলাগাভি জেলায়। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিনোদ মালাশেট্টি। তিনি ইয়ারাগাট্টি তালুক এলাকার বাসিন্দা। দিন কয়েক আগে তাঁর বন্ধু অভিষেক কোপ্পাডা নিজের বিবাহ পরবর্তী অনুষ্ঠানে বিনোদকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই মতো রবিবার সন্ধ্যায় তিনি অভিষেকের ফার্ম হাউসে পৌঁছে যান। অভিযোগ, খেতে বসে বিনোদ অতিরিক্ত মাংস চান। আর তা জানতে পেরেই রেগে আগুন হয়ে যান অভিষেক। ক্ষুব্ধ হয়ে বিনোদকে এলোপাথাড়ি কোপাতে থাকেন তিনি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। তবে অভিষেককে এখনও গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ