সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে ভারতের শুভাংশু শুক্লা ইতিহাস তৈরি করে মহাকাশে পাড়ি দিয়েছেন, সেই ভারতেই মাথাচাড়া দিচ্ছে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা, কালোজাদু, অন্ধবিশ্বাসের চর্চা। এবার কর্নাটকে ‘ভূত’ তাড়ানোর নামে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় অভিযুক্তদের অন্যতম মহিলার ছেলে। এছাড়াও এক গুনিন এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, ঘটনাটি শিবমোগা জেলার। ‘ভূত’ তাড়ানোর নামে পিটিয়ে মারা হয়েছে গীতাম্মাকে। মায়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ করেন ছেলে সঞ্জয়। এর পরেই আশা গুনিনের কাছে মাকে নিয়ে গিয়েছিলেন তিনি। গুনিন দাবি করেন, ভূতে ধরেছে গীতাম্মাকে। যার পর ভূত তাড়ানোর নামে নারকীয় অত্যাচার চলে মহিলার সঙ্গে।
মুখে-মাথায় লেবু মাখিয়ে প্রথমে অর্ধচেতন গীতাম্মাকে চড়-থাপ্পড় মারা হয়। চুলের মুঠি ধরে টানতে টানতে লাঠিপেটা করা হয় তাঁকে। সোমবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত গীতাম্মাকে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ। একটানা চার ঘণ্টা লাঠিপেটায় মৃত্যু হয় প্রৌঢ়ার। এর পরেই পালিয়ে যান গুনিন আশা, তাঁর স্বামী সন্তোষ এবং সঞ্জয়। যদিও স্থানীয় পুলিশে খবর দিলে গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.