Advertisement
Advertisement

Breaking News

Kerala Congress

অভিনেত্রীকে আপত্তিকর মেসেজ, হোটেলে ডাকার অভিযোগ! ইস্তফা কংগ্রেস যুব সভাপতির

'অভিযোগ আদালতে প্রমাণ করুন' অভিনেত্রীকে বার্তা কংগ্রেস নেতার।

Kerala actress reportedly accused Congress MLA of harassment
Published by: Anwesha Adhikary
  • Posted:August 21, 2025 1:45 pm
  • Updated:August 21, 2025 2:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার আপত্তিকর মেসেজ, ডেকে পাঠিয়েছেন হোটেলেও! এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন মালয়ালম অভিনেত্রী রিনি অ্যান জর্জ। তবে অভিযুক্ত নেতার নাম প্রকাশ্যে আনেননি তিনি। কিন্তু বিজেপির মতে, রিনির নিশানায় আসলে কেরলের কংগ্রেস বিধায়ক রাহুল মামকুতাথিল। কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রতিবাদও শুরু করেছে গেরুয়া শিবির।

Advertisement

বুধবার রিনি জানান, এক বিখ্যাত রাজনৈতিক দলের যুবনেতা গত তিন বছর ধরে তাঁকে বারবার অশালীন মেসেজ পাঠিয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে পাঁচতারা হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ওই যুবনেতা। বারবার আপত্তিকর মেসেজ এবং প্রস্তাব পেয়ে রিনি ওই যুবনেতাকে বলেন, এই বিষয়টি তিনি দলীয় নেতৃত্বকে জানাবেন। তা সত্ত্বেও থামানো যায়নি ওই বিখ্যাত দলের যুবনেতাকে। শেষ পর্যন্ত প্রকাশ্যেই ওই নেতার বিরুদ্ধে নাম না করে অভিযোগ এনেছেন রিনি।

প্রাক্তন সাংবাদিক এবং অভিনেত্রী রিনির কথায়, “দলীয় নেতৃত্বকে আমি গোটা বিষয়টি জানিয়েছি। তখন জানতে পারি ওই যুবনেতা বেশ কয়েকজন দলীয় নেতার স্ত্রী এবং কন্যার সঙ্গেও একই আচরণ করেছেন। তা সত্ত্বেও একের পর এক সুযোগ পেয়েছিলেন যুবনেতা। সম্প্রতি সোশাল মিডিয়ায় দেখলাম আরও বেশ কয়েকজন মহিলার একই অভিজ্ঞতা হয়েছে। তাই সকলের হয়ে আমিই মুখ খুললাম।”

রিনি কোনও নেতার নাম উল্লেখ না করলেও বিজেপি ধরেই নিয়েছে, অভিযুক্ত আসলে কংগ্রেস বিধায়ক রাহুল। পালাক্কাড়ের বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করেছে বিজেপি। কেরল যুব কংগ্রেসের সভাপতি রাহুলের ইস্তফার দাবিও করেছে বিজেপি। তারপরে লেখিকা হানি ভাস্করনও দাবি করেন, রাহুল তাঁকে সোশাল মিডিয়ায় আপত্তিকর মেসেজ করতেন। বহু মহিলা রাহুলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেও কোনও লাভ হয়নি। তবে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই দলীয় পদ ছেড়েছেন রাহুল। সঙ্গে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা যেন আদালতে প্রমাণ করেন ওই অভিনেত্রী। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ