সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেসেজ কেলেঙ্কারিতে জড়ালেন কেরলের কংগ্রেস বিধায়ক রাহুল মামকুতাথিল। গতকালই নাম না করে তাঁর বিরুদ্ধে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ এনেছিলেন মালয়ালম অভিনেত্রী রিনি অ্যান জর্জ। তার জেরে কেরল যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফাও দেন রাহুল। এবার এক রূপান্তরিত মহিলা সমাজকর্মীর অভিযোগ, তাঁকে আপত্তিকর যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠিয়েছেন রাহুল।
অবন্তিকা নামে ওই সমাজকর্মী জানান, একটি নির্বাচনী আলোচনায় রাহুলের সঙ্গে তাঁর আলাপ হয়। সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁদের বন্ধুত্ব বেশ গভীর হয়। তারপর থেকেই গভীর রাতে অবন্তিকাকে ফোন করতে শুরু করেন রাহুল। লাগাতার ফোন করে বিরক্ত করতে থাকেন। শুধু তাই নয়, যৌন ইচ্ছার কথা জানিয়ে মেসেজও করতেন রাহুল। অবন্তিকার কথায়, রাহুলের যৌন ইচ্ছাগুলো অনেকটাই ধর্ষণের সমতুল্য। সেই ইচ্ছার কথা বারবার মেসেজ করে জানিয়েছেন কংগ্রেস নেতা।
কংগ্রেসের দলীয় নেতৃত্বের কাছে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলেই অবন্তিকার দাবি। আরও এক মহিলাকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগও উঠেছে রাহুলের বিরুদ্ধে। যদিও পালাক্কাড়ের কংগ্রেস বিধায়ক সাফ জানান, তিনি কোনও অন্য়ায় করেননি। সঙ্গে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা যেন আদালতে প্রমাণ করেন ওই অভিনেত্রী। যদিও রাহুলের মতে, অভিনেত্রী তাঁর ভালো বন্ধু। রিনি যাঁকে কাঠগড়ায় তুলেছেন তিনি অন্য কোনও ব্যক্তি।
উল্লেখ্য, গতকাল রিনি জানান, এক বিখ্যাত রাজনৈতিক দলের যুবনেতা গত তিন বছর ধরে তাঁকে বারবার অশালীন মেসেজ পাঠিয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে পাঁচতারা হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ওই যুবনেতা। বারবার আপত্তিকর মেসেজ এবং প্রস্তাব পেয়ে রিনি ওই যুবনেতাকে বলেন, এই বিষয়টি তিনি দলীয় নেতৃত্বকে জানাবেন। তা সত্ত্বেও থামানো যায়নি ওই বিখ্যাত দলের যুবনেতাকে। শেষ পর্যন্ত প্রকাশ্যেই ওই নেতার বিরুদ্ধে নাম না করে অভিযোগ এনেছেন রিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.