Advertisement
Advertisement

Breaking News

kerala

প্রথম স্ত্রীকে খুন করে হাজতবাস, জামিনে মুক্তি পেয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীকেও খুন! পলাতক যুবক

ঘর থেকে যুবতীর মায়েরও দেহ উদ্ধার করেছে পুলিশ।

kerala man wanted in killing of second wife

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:June 5, 2025 7:15 pm
  • Updated:June 5, 2025 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ ছিল যুবকের বিরুদ্ধে। জামিনে মুক্ত হয়ে দ্বিতীয় বিয়েও করেন। এবার বাড়ি থেকে উদ্ধার হল দ্বিতীয় স্ত্রী ও তাঁর মায়ের পচাগলা দেহ। শ্বাসরোধ করে তাঁদের খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরের। অভিযুক্ত যুবকের নাম প্রেমকুমার। বুধবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে পচাগন্ধ পান স্থানীয়রা। পুলিশে খবর দিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তখনই উদ্ধার হয় মা ও মেয়ের পচাগলা দেহ। স্থানীয় থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক অনুমান করা হচ্ছে শ্বাসরোধ করে তাঁদের খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

মৃতদেহ উদ্ধারের পরই তদন্তে নামে পুলিশ। তখনই জানা যায় যুবতীর বিয়ে হয়েছিল কোট্টায়াম জেলার বাসিন্দা প্রেমকুমারের সঙ্গে। এই প্রেমকুমারের বিরুদ্ধে ২০১৯ সালে তাঁর প্রথম স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল। গ্রেপ্তারও হন তিনি। পরে জামিনে ছাড়া পান। দ্বিতীয় বিয়ে করেন। এবার দ্বিতীয় স্ত্রীকেও খুনের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত প্রেমকুমার পলাতক। খোঁজ চালাচ্ছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement