Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কে ক্ষতির মুখে গয়না-বস্ত্র রপ্তানি, লোকসানের তালিকায় আর কোন পণ্য?

আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ কাটছাঁট হতে পারে।

Key sectors to face blow of Donald Trump's 50 percent tariff

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2025 11:44 pm
  • Updated:August 6, 2025 11:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ কর চাপিয়েছে আমেরিকা। তার জেরে বেশ কিছু রপ্তানিক্ষেত্রে বড়সড় ধাক্কা লাগতে চলেছে বলে মত বিশ্লেষকমহলের। তার মধ্যে অন্যতম হল চর্মজাত দ্রব্য, রাসায়নিক, পোশাক, গয়না এবং চিংড়ি মাছ। বেশ কয়েকটি পণ্য আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ কাটছাঁট হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। রপ্তানি কমলে তার প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে, সেকথা বলাই বাহুল্য। .

Advertisement

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, ২১ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্কহার।সেখানে স্পষ্ট লেখা হয়, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার।’

ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক চাপানোর ফলে সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছে বস্ত্র রপ্তানি। আমেরিকার বাজারে বস্ত্রের অন্যতম প্রধান জোগানদাতা ভারত। বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে ৬৩.৯ শতাংশ এবং ৬০.৩ শতাংশ কর বসবে। ৫৪ শতাংশ শুল্ক চাপবে রাসায়নিকের উপর। ৫০ শতাংশের বেশি শুল্ক গুণবে চিংড়ি, কার্পেট, হিরে, সোনা, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, আসবাবপত্র, তোষক এবং যন্ত্রাংশ। ২৭ আগস্ট থেকে কার্যকর হবে নয়া শুল্কনীতি। ফলে সেই সময়ে এই পণ্যগুলি আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করা হতে পারে বলে মনে করছে বাণিজ্যমহল।

বিপুল অঙ্কের শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি করতে আগ্রহী নন ব্যবসায়ীদের অনেকেই। তাছাড়া আমেরিকায় রপ্তানি হয়ে যাওয়ার পরেও চড়া শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে। মার্কিন ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা হারাবে ভারতীয় পণ্য। আমেরিকায় রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ