Advertisement
Advertisement

Breaking News

Kedarnath

প্রবল বৃষ্টির জেরে কেদারের পথে ধস, মৃত্যু পুণ্যার্থীর, আপাতত বন্ধ তীর্থযাত্রা

অনির্দিষ্টকালের ওই পথে কেদারনাথ যাত্রা বন্ধ করা হয়েছে।

Landslide triggered by continuous heavy rainfall hits Kedarnath route, 1 dead
Published by: Amit Kumar Das
  • Posted:June 15, 2025 6:23 pm
  • Updated:June 15, 2025 6:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে মর্মান্তিক দুর্ঘটনা কেদারনাথের যাত্রাপথে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার পথে ধস নেমে মৃত্যু হল এক পুণ্যার্থীর। পাশাপাশি দুর্ঘটনার জেরে ২ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এই অবস্থায় কোনওরকম ঝুঁকি এড়াতে অনির্দিষ্টকালের ওই পথে কেদারনাথ যাত্রা বন্ধ করা হয়েছে।

Advertisement

রুদ্রপ্রয়াগ পুলিশের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে একনাগাড়ে ভারী বৃষ্টির জেরে ওই পথে জঙ্গলচট্টির কাছে বড়সড় ধস নেমেছে। ভারী পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি আরও দু’জন আহত হয়েছেন। ধ্বংসাবশেষ এবং পাথর পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। এদিকে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাষ রয়েছে এই অঞ্চলে। জারি হয়েছে হলুদ সতর্কতা। এই অবস্থায় ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামে যাওয়ার পথ বন্ধ করা হয়েছে। আগামী নির্দেশ না আসা পর্যন্ত ওই পথে কেউ যাতায়াত করবেন না।

এদিকে শুধুমাত্র জঙ্গলচট্টি এলাকায় ভূমিধসে জেরে ওই অঞ্চলে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করতে কাজে নেমে পড়েছে উদ্ধারকারী দল। যারা আটকে পড়েছেন তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি কেদারনাথ ধামে আসা তীর্থযাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে নিরাপদ জায়গায় বিশেষ করে হোটেলের কাছাকাছি থাকার জন্য।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল চারধাম যাত্রা। ওইদিন গঙ্গোত্রী ও যমুনোত্রী ধাম যাত্রার অনুমতি দেওয়া হয়। এরপর ধাপে ধাপে গত ২ মে কেদারনাথ ও ৪ মে বদ্রীনাথ যাত্রার অনুমতি দেয় সরকার। কেদারনাথ যাত্রায় যাওয়ার জন্য বেশিরভাগ পর্যটক বেছে নেন হাঁটাপথ। পাশাপাশি হেলিকপ্টার যাত্রারও সুবিধা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে একাধিকবার রুদ্রপ্রয়াগ থেকে হেলিকপ্টার যাত্রায় দুর্ঘটনার খবর এসেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ