Advertisement
Advertisement

Breaking News

Murder

ধর্ষণের মামলা করায় প্রেমিকাকে খুন! স্ত্রীর সাহায্যে দেহ সুটকেসবন্দি করলেন অভিযুক্ত!

পুলিশ অভিযুক্ত করেছে দুই অভিযুক্তকে।

Maharashtra Man allegedly kills girlfriend, takes wife’s help to dump body। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:September 13, 2023 1:18 pm
  • Updated:September 13, 2023 1:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ ইন সঙ্গীর সঙ্গে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু কিছুতেই তা মিটছিল না। আর তারপরই সেই সঙ্গীকে খুন (Murder) করে সুটকেসের ভিতরে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। দেহ লুকনোর কাজে তাঁর স্ত্রীও সাহায্য করেছেন বলে প্রাথমিক তদন্ত থেকে অনুমান পুলিশের।

Advertisement

অভিযুক্তের বয়স ৪৩ বছর। তিনি মুম্বইয়ের (Mumbai) চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে ২৮ বছরের এক তরুণীর সম্পর্ক তৈরি হয়েছিল। তিনিও বলিউডের সঙ্গে যুক্ত। মেকআপ শিল্পীর কাজ করতেন। দুজনে লিভ ইন করতেন। কিন্তু ক্রমেই সম্পর্ক বিষিয়ে ওঠে। তরুণী ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। বারবার চাপ দেওয়া সত্ত্বেও তিনি মামলা তুলতে রাজি হননি বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: আরও শক্তিশালী ভারত, আজই বায়ুসেনার হাতে আসছে সি-২৯৫ বিমান]

পুলিশের দাবি, এরপরই অভিযুক্ত ওই তরুণীকে জলে ডুবিয়ে খুন করে দেহটি সুটকেসে ভরে ফেলে আসেন। আগস্টের ৯ থেকে ১২ তারিখের মধ্যেই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান।
এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর থানায় ডায়রি করেন তাঁর বাড়ির লোকেরা। এই পরিস্থিতিতে পুলিশ দেহটির সন্ধান পেলেও কেউ তা দাবি না করায় দাহও করে ফেলে। পরে বিষয়টি পরিষ্কার হয়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ও তাঁর স্ত্রীকে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

[আরও পড়ুন: ফের উচ্চাশার বলি কোটায়, আত্মঘাতী কিশোরী! এই বছরই মৃত ২৫]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ