Advertisement
Advertisement
Gujarat

ম্যাট্রিমনিয়াল সাইটে ফাঁদ পেতে ১৫ জনকে ধর্ষণ! শ্রীঘরে যুবক

একটি ম্যাট্রিমনিয়াল সাইটে অভিযুক্ত যুবক ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল।

Man from Gujarat arrested for harassed 15 women he met on matrimonial sites

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 20, 2025 5:37 pm
  • Updated:February 20, 2025 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের পর ১৫ জনকে ধর্ষণের অভিযোগ। পুলিশের হাতে গ্রেপ্তার গুজরাটের যুবক। গত আড়াই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই কুকর্ম করছিল সে বলে অভিযোগ। 

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম হিমাংশু যোগেশভাই পাঞ্চাল। একটি ম্যাট্রিমনিয়াল সাইটে সে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল। সেখানে সে নিজেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসাবে পরিচয় দিয়েছিল। এমনকি জানিয়েছিল, সে খুবই ধনী পরিবারের ছেলে। তার নামে অনেক সম্পত্তি রয়েছে। এভাবে হিমাংশু প্রেমের ফাঁদ পেতে মেয়েদের সঙ্গে প্রতারণা করছিল। পরিচয় হওয়ার পর সম্পর্কে যেতেই সে তাঁদের দেখা করার জন্য ডেকে পাঠাত। নকল হিরের গয়না উপহার হিসাবে দিত।

অভিযোগ, তারপর দেখা করতে আসা মহিলাদের জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হত। এখানেই শেষ নয়, বিপদের অজুহাত দিয়ে তাঁদের দিয়ে মোটা অঙ্কের টাকাও হাতাতো। এরপরই হঠাৎ তাঁদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিত। গোটা ঘটনা প্রকাশ্যে যখন ৩১ বছরে এক মহিলা ওয়ালিভ থানায় হিমাংশুর নামে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে একের পর এক কুকীর্তি সামনে আসে পুলিশের। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক শচীন সানাপ জানান, অভিযুক্ত একসঙ্গে ৫টি ফোন ব্যবহার করত। আহমেদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement