Advertisement
Advertisement
Maharashtra

৭ বছর আগে স্ত্রীকে খুন, জেল থেকে বেরিয়ে প্রেমিকাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারল যুবক

ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man kills girlfriend by assaulting her with hammer in Maharashtra

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 14, 2025 1:17 pm
  • Updated:June 14, 2025 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলে ডেকে বান্ধবীকে খুন করার অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মহারাষ্ট্রের রুকাদি ফাটা এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অর্থনৈতিক বিষয়ে বিবাদ থেকেই প্রেমিকাকে খুন করেছে অভিযুক্ত।

এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ধৃত আদমগাউস পাঠান ২০১৮ সালে স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। পরে আদালত থেকে খালাস পান তিনি। এরই মধ্যে প্রেমিকাকে খুন করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ৪৪ বছর বয়সি আদমগাউস তাঁর প্রেমিকা ৩৮ বছর বয়সি সুমন সুরেশ সরগরকে সঙ্গে নিয়ে একটি হোটেলে ওঠেন। হোটেলের কর্মীরা জানিয়েছে, হঠাৎই দু’জনের মধ্যে তীব্র বাক বিতন্ডা শুরু হয়। এরপরই হোটেলের রুমের মধ্যে হাতুড়ি দিয়ে প্রেমিকাকে খুন করে অভিযুক্ত।

এই ঘটনার পর পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ এসে হোটেল রুন থেকে প্রেমিকার রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল ও একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সুমনকে খুন করার পর ওই সুইসাইড নোট লিখেছিলেন অভিযুক্ত প্রেমিক। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের বিষয় স্বীকার করে নেন আদমগাউস। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement