সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি নিয়ে বিবাদ! আর এর জেরে দোকানে ঢুকে এক কর্মচারীকে দা দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পাল জেলায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানে থাকা সিসিটিভিতে। এদিকে অভিযোগ দায়ের হতেই সাত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ মে ঘটনাটি ঘটলেও সোমবার প্রকাশ্যে আসে।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চেনাপ্পা নারিনাল দোকানে কাজ করছিলেন। হঠাৎই দোকানে ঢুকে তাঁর ওপর হামলা চালায় কয়েকজন। হামলাকারীদের মধ্যে একজনকে দা দিয়ে আঘাত করতে দেখা যায়। প্রাণ বাঁচাতে দোকানের মধ্যেই ছোটাছুটি শুরু করেন চেনাপ্পা। এরই মধ্যে এক হামলাকারী দা দিয়ে একের পর এক কোপ বসাতে শুরু করে চেনাপ্পার ওপর। প্রাণ ভয়ে দোকান থেকে পালাতে গেলে বাইরে থাকা কয়েকজন চড়াও হয় চেনাপ্পার ওপর। সেখানেও তাঁকে দা দিয়ে আঘাত করা হয়। লাঠি দিয়েও মারধোর করা হয়। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। শনিবার রাত ১০ টার দিকে ঘটা এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
Man hacked to death inside bakery in ‘s Koppal
Chenappa Narinal was chased and brutally attacked with machetes inside a bakery. CCTV shows him running in circles trying to escape, but was eventually stabbed to death outside the shop
All 7 accused Ravi,…
— Nabila Jamal (@nabilajamal_)
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা জানতে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.