সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য মেয়েকে বিয়ের করার পরিকল্পনা করছে প্রেমিক। জানতে পেরে গিয়েছিলেন প্রেমিকা। যা নিয়ে দু’জনের সম্পর্কে টানাপোড়েনের শুরু। যা পরিণতি হল ভয়ংকর। বোরখা পরে বাড়িতে ঢুকে তরুণীকে ৫ তলা থেকে ধাক্কা মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে। খুনের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনা দিল্লির অশোকনগরের। মৃত বছর উনিশের তরুণীর নাম নেহা। বেশ কয়েক মাস ধরে তৌফিক নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এই অভিযুক্ত তৌফিক আবার উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে তৌফিক নেহার আবাসনে ঢোকে। পাঁচ তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় নেহাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরের দিন অর্থাৎ মঙ্গলবার মৃত্যু হয় তরুণীর। পরিবার ও প্রতিবেশিরা যাতে চিনতে না পারে তাই বোরখা পরে আবাসনে ঢুকেছিল তৌফিক। পুলিশি জেরাতে এই কথা স্বীকারও করেছে সে। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সবটা।
প্রাথমিক তদন্তের পর দিল্লি পুলিশ জানিয়েছে, কয়েক মাস ধরে সম্পর্কে ছিল দু’জনে। কিন্তু নেহা জানতে পেরেছিল যে বাড়ির দেখা অন্য মেয়েকে বিয়েকে করতে চলেছে তৌফিক। এনিয়ে দু’জনের মধ্যে ঝামেলার সূত্রপাত। সেদিনও ছাদে তাঁদের মধ্যে অশান্তি হয়। তারপরই নেহাকে ধাক্কা মেরে ফেলে দেয় তৌফিক। তাকে মৃতার পরিবার ভালোভাবেই চেনে। ঘটনার তদন্ত চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.