প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের একটি গ্রাম থেকে এক দলিত নাবালিকাকে অপহরণ করে কেরলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সন্ত্রাসী কাজে যোগ দেওয়ানোর আগে জোর করে তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সোমবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
গত ৮ মে প্রয়াগরাজ জেলার ফুলপুর এলাকা থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরীকে অপহরণ করা হয়। এরপর তাকে কেরলে নিয়ে যাওয়া হয়। সেখানেই জোর করে তাকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়। যদিও উপস্থিত বুদ্ধির জোরে ওই জায়গা থেকে কোনওরকমে পালিয়ে যায় ওই কিশোরী। সেখানকার স্থানীয় পুলিশের সহযোগীতায় তার মায়ের সঙ্গে যোগাযোগ করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপরই তদন্তে নেমে এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিসিপি কুলদীপ সিং গুণওয়াতের মতে, কিশোরীকে সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগ দিতে বাধ্য করা হচ্ছিল। সেখান থেকে পালিয়ে কোনওভাবে ওই কিশোরী ত্রিশুর স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়। ডিসিপি বলেন, “১৯ বছর বয়সী দারক্ষা বানো নামে এক যুবতী তাকে টাকার লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। মোহাম্মদ কাইফ-সহ ওই যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীকে কেরল থেকে প্রয়াগরাজে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তাকে একটি হোমে রাখা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর মা। তার মধ্যে দু’জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনের খোঁজ চলছে। এদিকে পুলিশে অভিযোগ জানানোর পর ওই কিশোরীর মাকে হুমকি দেওয়া হয় বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে ওই কিশোরীকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করে অভিযুক্তরা। এরপরই প্রথমে প্রয়াগরাজ স্টেশনে নিয়ে যাওয়া হয় কিশোরীকে। তারপর সেখান থেকে ট্রেনে করে কেরলে নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান, অভিযুক্তরা একটি গ্যাংয়ের হয়ে কাজ করত। তাঁরা এভাবে নানান প্রলোভনে কিশোর-কিশোরীদের নিয়ে গিয়ে সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত করত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.