Advertisement
Advertisement

Breaking News

Noida

সন্তানকে বাঁচাতে ১৩ তলা থেকে মরণঝাঁপ মায়ের! নয়ডার মর্মান্তিক ঘটনায় মৃত্যু দুজনেরই

মৃত মহিলার পুত্র মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গিয়েছে।

Mother Leaps After 12-Year-Old Son Jumps From Greater Noida Apartment, Both Die

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 13, 2025 9:23 pm
  • Updated:September 13, 2025 9:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেকে বাঁচাতে আবাসনের ১৩ তলা থেকে মরণঝাঁপ মায়ের! শনিবার ভয়ংকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। ঘটনার জেরে মৃত্যু হয়েছে দুজনেরই। যদিও কীভাবে তাঁরা পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নয়ডার গৌতম বুদ্ধ নগরের একটি আবাসনে বাস করতেন ৩৮ বছরের সাক্ষী চাওলা ও তাঁর পুত্র ১২ বছর বয়সি দক্ষ চাওলা। শনিবার দুপুরে আবাসনের ১৩ তলা থেকে পরপর নিচে পড়ে যান দক্ষ ও তাঁর মা। প্রাথমিকভাবে অনুমান, কোনওভাবে ওই আবাসন থেকে নিচে পড়ে যায় দক্ষ তাকে বাঁচাতে গিয়ে পড়ে যান সাক্ষী। স্থানীয়দের দাবি অনুযায়ী, মহিলার সন্তান মানসিক ভারসাম্যহীন ছিলেন। ফ্ল্যাটের বারান্দা থেকে প্রথমে লাফ দিতে দেখা যায় দক্ষকে। তা দেখে ঝাঁপ দেন দক্ষর মাও। ঘটনার সময় দক্ষর বাবা দর্পণ চাওলা অন্য ঘরে ছিলেন। শব্দ পেয়ে ছুটে আসেন তিনি।

পুলিশে খবর দেওয়া হলে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্তানকে বাঁচাতে ওই মহিলা ঝাঁপ দিয়েছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দক্ষর বাবা দর্পণ চাওলাকেও। স্থানীয় বিসরাখ থানার পুলিশ আধিকারিক মনোজকুমার সিং জানান, পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের পরিবারে সেভাবে কোনও অশান্তি ছিল না। আবাসনে সকলের সঙ্গেই মিলেমিশে থাকতেন তাঁরা। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ