Advertisement
Advertisement

Breaking News

Ukraine

‘ছেলের সঙ্গে যোগাযোগই করতে পারিনি’, দুঃখে কাতর হয়ে বললেন ইউক্রেনে বন্দি ভারতীয় যোদ্ধার মা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলযাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ওই ভারতীয় যুবক। বর্তমানে ইউক্রেন সেনার হেফাজতে রয়েছেন গুজরাটের মোরবির বাসিন্দা মাজোতি সাহিল মহম্মদ হুসেন। তিন দিন যুদ্ধক্ষেত্রে লড়াই চালানোর পর ২২ বছর বয়সি মাজোতি ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এই পরিস্থিতিতে মুখ খুললেন ভারতীয় ওই যুবকের […]

Mother Of Indian Man Allegedly Captured In Ukraine opens up
Published by: Subhodeep Mullick
  • Posted:October 9, 2025 6:23 pm
  • Updated:October 9, 2025 6:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলযাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ওই ভারতীয় যুবক। বর্তমানে ইউক্রেন সেনার হেফাজতে রয়েছেন গুজরাটের মোরবির বাসিন্দা মাজোতি সাহিল মহম্মদ হুসেন। তিন দিন যুদ্ধক্ষেত্রে লড়াই চালানোর পর ২২ বছর বয়সি মাজোতি ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। এই পরিস্থিতিতে মুখ খুললেন ভারতীয় ওই যুবকের মা হাসিনা মাজোতি। বলেন, “ছেলের সঙ্গে কোনও যোগাযোগই করতে পারিনি। অনেকবার চিঠি লিখেছি। কিন্তু সেই চিঠি তাঁর কাছে কোনওদিন পৌঁছয়নি।”

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যেমে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা বলেন, “গত ১৯ মাস ধরে ছেলের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি ছেলে বর্তমানে ইউক্রেনে রয়েছে।” তিনি আরও বলেন, “রাশিয়ায় ভারতীয় দূতাবাস একটি বিবৃতিতে জানিয়েছিল, কোনও নাগরিক যাতে রুশ সেনায় যোগ না দেন। ছেলের কাছে এই বার্তাটি পৌঁছনোর জন্য, আমি তাঁকে চিঠি লিখেছিলাম। চিঠিটি ভারতীয় দূতাবাসে পাঠিয়েছিলাম। কিন্তু চিঠিটি ছেলের কাছে পৌঁছয়নি। এরপর আমি আমার আইনজীবীর মাধ্যমে ছেলেকে চিঠি পাঠিয়েছি। কিন্তু সেটাও পৌঁছয়নি।” তিনি আরও বলেন, “সাহিল রুশ সরকারের কাছ থেকে নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিল। কিন্তু তা গ্রহণ করেনি। পরে তাকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগদানের জন্য বলা হয়েছিল। সংবাদমাধ্যমের মারফত আমি খবর সে ইউক্রেনে রয়েছে।” 

ইউক্রেন সেনার তরফে টেলিগ্রামে এক ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে মাজোতিকে বলতে শোনা যাচ্ছে, পড়াশুনোর জন্য ভারত থেকে রাশিয়া এসেছিলেন তিনি। পরে মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ৭ বছরের জেল হয়। তবে জেলযাত্রা এড়াতে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ওই যুবক। মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, ১ অক্টোবর রুশ সেনার হয়ে যুদ্ধে পাঠানোর আগে মাত্র ১৬ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তাঁকে। নিজের দলের কমান্ডারের সঙ্গে সংঘাতের জেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন ওই যুবক। মাজোতি বলেন, “আমি প্রায় ২-৩ কিলোমিটার দূরে ইউক্রেন সেনার মুখোমুখি হয়েছিলাম। ওই অবস্থায় নিজের রাইফেল নামিয়ে রেখে আত্মসমর্পণ করি।”

প্রসঙ্গত, গত মাসে বিদেশ মন্ত্রকের এক রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে রুশ সেনায় কর্মরত ২৭ জন ভারতীয়ের মুক্তি ও প্রত্যার্পণের জন্য মস্কোকে জানানো হয়েছে। এছাড়া মস্কোকে স্পষ্টভাবে জানানো হয়েছে ভারতীয়দের যুদ্ধে না পাঠানোর জন্য। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ করা হয়েছে রুশ সেনায়। যার মধ্যে ১২ জন নিহত ও ১৬ জন নিখোঁজ। ৯৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ