প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষকে হয়রান করা যাবে না। একটি মামলায় এভাবে বম্বে হাই কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হল ইডিকে। সেই সঙ্গেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ১ লক্ষ টাকার জরিমানাও করল উচ্চ আদালত।
একজন রিয়েল এস্টেট ডেভেলপারের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলার পালটা দায়ের হওয়া মামলার শুনানি ছিল হাই কোর্টে। সেখানেই ইডিকে কড়া বার্তা শোনাল বিচারপতি মিলিন্দ যাদবের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি যাদব বলেন, ”ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে একটি শক্তিশালী বার্তা পাঠানোর প্রয়োজন রয়েছে বলেই আমি দৃষ্টান্তমূলক জরিমানা আরোপ করতে বাধ্য হচ্ছি। তাদের বুঝতে হবে আইনের মধ্যে থাকাটা জরুরি। মানুষকে হয়রান করতে আইন এভাবে নিজের হাতে তুলে নেওয়া যায় না।” তাঁর মতে, অযৌক্তিক কারণে ওই মামলা রুজু করেছে ইডি।
প্রসঙ্গত, মুম্বইয়ের ব্যবসায়ী রাকেশ জৈনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে ইডি। ইডির দায়ের করা মামলার বিরুদ্ধেই হাই কোর্টে পালটা মামলা করেন রাকেশ। তাঁর দাবি, এই মামলাটি আসলে দেওয়ানি মামলা। প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগ করা হলেও এটা আর্থিক তছরুপের মামলা নয়। তাঁর দাবির সঙ্গে সহমত পোষণ করার কথা জানিয়েছে বম্বে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.