ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকমাস আগে লিপুলেখ ও কালাপানি-সহ তিনটি ভারতীয় ভূখণ্ড নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বিবাদের সূচনা করেছিল নেপাল। এবার ভারতের জায়গা দখল নেওয়ার জন্য অভিনব চক্রান্তের জাল বুনছে কেপি ওলি শর্মা (K.P. Sharma Oli)’ র সরকার। গোয়েন্দা সূত্রে খবর, কালাপানি সীমান্তের তিনটি গ্রামের বাসিন্দাদের টাকা ও সম্পত্তির লোভ দেখিয়ে নেপালের নাগরিক বানাতে চাইছে কাঠমাণ্ডু। তারপর তাদের বসবাসের জায়গাগুলিকে প্রকারান্তরে ‘নিজেদের দেশের অংশ’ বলে দাবি করতে চাইছে। আর এই কাজে তাদের সবরকম সাহায্য করছে বেজিং।
সূত্রের খবর, লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘাত হওয়ার পরেই ভয়ানক এই ষড়যন্ত্রের সূত্রপাত হয়। উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার কালাপানি (Kalapani) এলাকায় অবস্থিত তিনটি গ্রাম কুটি, নাভি ও গুঞ্জিতে নিজেদের এজেন্ট পাঠাতে শুরু করে নেপাল। সমুদ্রপৃষ্ট থেকে ১০ হাজার ফুট উচ্চতায় বসবাসকারী মানুষদের সঙ্গে নেপালের দারচুলা এলাকার বাসিন্দাদের ‘রোটি-বেটি’র সম্পর্ক। সেই সুযোগে ওলি প্রশাসনের এজেন্টরা মাঝে মাঝেই ভারতের তিনটি গ্রামের বাসিন্দাদের ফোন করে নেপালের নাগরিকত্ব গ্রহণের পরামর্শ দেয়। এর বদলে প্রচুর টাকা ও নেপালে সম্পত্তি পাইয়ে দেওয়ার লোভও দেখায়। ভারতীয় নাগরিকরা এই ধরনের আলোচনা রাজি না হলেও বারবার বিরক্ত করে বলে অভিযোগ।
ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে ভারতীয় ওই তিনটি গ্রামের বাসিন্দারা নয়াদিল্লিকে চিঠি লিখে সব জানিয়েছেন। কোনওভাবে তাঁরা ভারতীয় নাগরিকত্ব হারাতে চান না বলেও উল্লেখ করেছেন। এই বিষয়ে গত শুক্রবার নিজেদের মধ্যে একটি মিটিং করেছেন ওই গ্রামগুলির ৮৫০ জনেরও বেশি মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.