Advertisement
Advertisement

Breaking News

Yogi Adityanath

‘শত্রুকে শত্রুর ঘরে ঢুকে খতম করতে সক্ষম’, নতুন ভারতের জয়গান যোগীর

'ভারত এখন পহেলগাঁওয়ের জঙ্গিদের মাটিতে পুঁতে দেওয়ার ক্ষমতা রাখে', বার্তা যোগীর।

New India eliminate enemies even inside their own territory, says CM Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:August 3, 2025 3:37 pm
  • Updated:August 3, 2025 3:39 pm   

হেমন্ত মৈথিল: পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একমঞ্চে উপস্থিত হয়ে যোগী জানালেন, “অপারেশন সিঁদুরে ভারতের শক্তি প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। নতুন ভারত এখন পহেলগাঁওয়ের জঙ্গিদের মাটিতে পুঁতে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, শত্রুকে শত্রুর ঘরে ঢুকে খতম করে এই ভারত।”

Advertisement

শনিবার উত্তরপ্রদেশে এক সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে সেখানে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রাবন মাসের পবিত্র সময়ে প্রধানমন্ত্রীকে নিজের লোকসভা কেন্দ্র কাশীতে আসার জন্য ধন্যবাদ জানান যোগী। একইসঙ্গে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তাঁর প্রশংসা করেন। যোগী বলেন, “প্রধানমন্ত্রী হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা। গত ১১ বছরে ৫০টির বেশি দেশ তাঁকে নিজ নিজ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করেছে। তাঁর দৃষ্টিভঙ্গিকে সম্মান জানায় গোটা বিশ্ব। গত জুলাই মাসে ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করে প্রধানমন্ত্রী ঘানা, ত্রিনিদাদ, টোবাগো, নামিবিয়া, ব্রাজিলের মতো দেশ তাঁকে সর্বোচ্চ নাগরিকের সম্মান দিয়েছে।”

ওই মঞ্চ থেকেই বারাণসীর মতো ধর্মীয় শহরে যোগী সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “গত কয়েক বছরে শুধুমাত্র বারাণসীর জন্য ৫১ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদিত হয়েছে। যার মধ্যে ৩৪ হাজার কোটির প্রকল্প ইতিমধ্যেই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আলাদা মাত্রা পেয়েছে কাশী। এখানেই ১৬ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে বিভিন্ন পর্যায়ে। এবারও, প্রধানমন্ত্রী ২,২০০ কোটি টাকার কাশী উন্নয়ন প্রকল্পগুলি উপহার দিচ্ছেন, যার লক্ষ্য যোগাযোগ, জল সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া অবকাঠামো এবং সাংস্কৃতিক পুনরুজ্জীবন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষভাবে সক্ষম হাজার হাজার মানুষকে সহায়ক ডিভাইসও দেওয়া হচ্ছে।”

শুধু তাই নয়, দেশের কৃষকদের জন্য মোদি সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন যোগী। বলেন, “১১ বছর আগে কৃষকদের দুর্দশা এমন জায়গায় পৌছেছিল যে তাঁরা কৃষিকাজ ছেড়ে দিচ্ছিলেন। কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেন। কিন্তু গত ১১ বছরে, মাটি স্বাস্থ্য কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা, প্রধানমন্ত্রী সেচ প্রকল্প এবং বীজ থেকে বাজার পর্যন্ত সহায়তা বৃদ্ধির মতো উদ্যোগগুলি একটি কৃষিক্ষেত্রে এক বিরাট জায়গা তৈরি করেছে। আজ, উত্তর প্রদেশের লক্ষ লক্ষ কৃষক স্বনির্ভর, উন্নত ভারতের স্বপ্ন পূরণে সক্রিয়ভাবে অবদান রাখছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ