Advertisement
Advertisement
Kerala

ফের নিপা ভাইরাসের থাবা কেরলে, এবার আক্রান্ত ৪২ বছর বয়সি মহিলা

বিস্তীর্ণ এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা।

Nipah virus case confirmed in Kerala
Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 9, 2025 6:14 pm
  • Updated:May 9, 2025 6:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিপা ভাইরাসে আক্রান্তের হদিশ মিলল কেরলের মালাপ্পুরম জেলায়। ভালানচেরি পুরসভার বাসিন্দা ৪২ বছর বয়সি এক মহিলা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, আক্রান্ত মহিলা বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে।

Advertisement

জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল থেকে ওই মহিলা জ্বরে ভুগছিলেন এরপর গত ১ মে ডাক্তারের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করান তিনি। প্রাথমিক পরীক্ষায় ওই মহিলার শরীরে নিপা সংক্রমন ধরা পড়ে। পরে পুণের ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করানোর পর এই বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা।

এই খবর ছড়িয়ে পড়তেই কেরল সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে ওই মহিলার বাড়ির আশপাশের তিন কিলোমিটার এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়। এর পরই গত ৮ মে স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে জেলাশাসককে কনটেনমেন্ট জোনে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়। ওই এলাকায় ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের মাস্ক ব্যবহারের বিষয়ে সচেতন হতে বলা হয়েছে। ওই এলাকার সমস্ত স্কুল আপাতত বন্ধ রাখতে বলা নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রী ওই এলাকা পরিদর্শন করেন। ওই মহিলার পরিবারের সাত জন-সহ মোট ২১ জনের রক্ত পরীক্ষা করা হয়। যদিও তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ