Advertisement
Advertisement

Breaking News

Jammu and Kashmir

সিঁদুরের পর সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের! ‘পুঞ্চে গোলাবর্ষণ’ নিয়ে কী জানাল ভারতীয় সেনা?

মঙ্গলবার রাতে এরকমই একটি খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

No ceasefire violation in J&K's Poonch sector: Indian Army
Published by: Subhodeep Mullick
  • Posted:August 5, 2025 9:28 pm
  • Updated:August 5, 2025 10:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে গোলাবর্ষণ করে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। মঙ্গলবার রাতে এরকমই একটি খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তারপরই মুখ খুলল ভারতীয় সেনা। সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি।          

Advertisement

এদিন একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, মঙ্গলবার রাতে পুঞ্চ সেক্টরে প্রায় ১৫ মিনিট ধরে গুলি চালায় পাক সেনা। তার পালটা জবাব দেয় ভারতও। খবরটি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কিন্তু তারপরই এই দাবিকে নস্যাৎ করে ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, ‘সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পুঞ্চ সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়েছে। যেটি ঠিক নয়। নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়নি।’   

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জন নিরীহ নাগরিকের। এই হামলায় প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। হামলার দায়ও নেয় লস্কর ই তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। এই অবস্থায় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড় ঘরে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গিদের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়। সেনা ও আইএসআই লালন করছিল এই সন্ত্রাসের কারখানা। তারপরই পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ