বিজেপি বিধায়ক গোপীচাঁদ পাড়লকর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জিমে যাওয়ার প্রয়োজন নেই, হিন্দু মহিলারা বাড়ি বসে যোগাসন করুন’, দেশের হিন্দু মহিলাদের উদ্দেশে এমনই বার্তা দিলেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক গোপীচাঁদ পাড়লকর। তাঁর এহেন মন্তব্য সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। বিধায়কের দাবি, জিমে হিন্দু মেয়েদের প্রতি প্রতারণার এক ভয়ংকর ষড়যন্ত্র চলছে।
সম্প্রতি মহারাষ্ট্রের বিডে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন গোপীচাঁদ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কলেজপড়ুয়া হিন্দু মেয়েদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে এই জিমখানাগুলিতে। এটা তাঁদের বুঝতে হবে। খুব ভালো কথা বলতে পারেন বা সকলের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন এমন কারও ফাঁদে পা দেবেন না। আপনি প্রতারিত হতে পারেন।” কারও নাম না নিলেও গোপীচাঁদের এই মন্তব্যের তির ছিল ভিন্ন সম্প্রদায়ের যুবকদের উদ্দেশে। তাঁর দাবি, হিন্দু মহিলাদের প্রলুব্ধ করার চেষ্টা চলছে।
একইসঙ্গে ওই বিধায়ক বলেন, “জিমে মহিলাদের কে প্রশিক্ষণ দিচ্ছেন তা ভালো করে জানা উচিত। যদি বাড়ির অল্পবয়সি মেয়েরা জিমে যায় তবে তাদের কাউন্সেলিং করানো উচিত। মেয়েদের উচিত বাড়ির মধ্যে যোগব্যায়াম করা। জিমে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ ওখানে ভয়ংকর প্রতারণা চলছে এবং তোমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।” একইসঙ্গে সাংলি জেলার ওই বিজেপি বিধায়ক বলেন, “পরিচয়পত্র ছাড়া কলেজে আসা তরুণদের চিহ্নিত করে, তাঁদের কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এভাবেই আমাদের এক শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।”
উল্লেখ্য, গোপীচাঁদের এহেন বিতর্কিত মন্তব্য এই প্রথমবার নয়। গত সেপ্টেম্বর মাসে এনসিপি (শরদ পওয়ার) নেতা জয়ন্ত পাটিল ও তাঁর বাবা-মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বিজেপি বিধায়ক। সেই ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয় মহারাষ্ট্রে পোড়ানো হয়েছিলেন গোপীচাঁদের কুশপুতুল। এবার মেয়েদের জিম নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন গোপীচাঁদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.